সাগরের স্বামীজি কাপ ২০২৫-এর চ্যাম্পিয়ন দল হলো কলিকাতা লেকরোড লেক ক্লাব এবং রানার্স আপ দল হলো কল্পতরু খানসাহেব আবাদ
দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের অধীন কোম্পানিছাড় স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দানে শুরু হয়েছিল ১৬ দলীয় সেভেন সাইড নকআউড ফুটবল টুর্নামেন্ট,যার প্রথম পুরস্কার ছিল সুদৃশ্য ট্রফি সহ নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার ছিল সুদৃশ্য ট্রফি সহ নগদ ১ লক্ষ টাকা,সাগরের স্বামীজি কাপের ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছিল একটি দল হলো কলিকাতা লেকরোড লেক ক্লাব,এবং অপর আর একটি দল হলো খানসাহেব আবাদ কল্পতরু
ফাইনাল খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয় এরপর ট্রাইবেকারের মাধ্যমে সাগরের স্বামীজী কাপ ২০২৫ এর সমাপ্তি ঘটে, সাগরের স্বামীজি কাপের ফাইনাল খেলায় কলিকাতা লেকরোড লেক ক্লাব ট্রাইবেকারের মাধ্যমে খানসাহেব আবাদ কল্পতরু কে হারিয়ে স্বামীজি কাপ ২০২৫ শে চ্যাম্পিয়ন হয়,ফাইনাল খেলার দিন রাতে স্বামীজি কাপ ২০২৫-এর চ্যাম্পিয়ন দল কলিকাতা লেকরোড লেক ক্লাবের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয় এবং রানার্স আপ দল খানসাহেব আবাদ কল্পতরুর হাতে রানার্স আপ ট্রফি সহ নগদ ১ লক্ষ টাকা তুলে দেওয়া হয়
সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে
Post A Comment:
0 comments so far,add yours