শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর পেয়েই খোঁজ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাসপাতালে ফোন করে চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন। প্রতুলের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ নেন।
গুরুতর অসুস্থ প্রতুল মুখোপাধ্যায়, রয়েছেন ICU-তে, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
গীতিকার, সুরকার এবং সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ। কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর পেয়েই খোঁজ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাসপাতালে ফোন করে চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন। প্রতুলের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ নেন।
পরে মমতা রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং অরূপ বিশ্বাসকে হাসপাতালে পাঠান। তাঁরা প্রতুলের সঙ্গে দেখাও করে এসেছেন। চিকিৎসকদের সঙ্গে শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন তাঁরা। চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত জানার পর মুখ্যমন্ত্রীকে ফোনে খবর দেন তাঁরাও।
হাসপাতাল সূত্রে খবর, প্রতুলের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় এবং তাঁকে কড়া নজরে রাখা হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন আচমকা তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হওয়ার খবর মেলে, পরে স্নায়ু ও নাক-কান-গলা বিশেষজ্ঞরা তাঁকে পরীক্ষাও করেছিলেন। তবে বর্তমানে অবস্থা সঙ্কটজনক। মাত্রাতিরিক্ত সংক্রমণের পাশাপাশি রক্তচাপও কম প্রবীণ শিল্পীর, সংক্রমণের প্রভাব পড়েছে কিডনি, ফুসফুসে। রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে।
পরিবারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন মুখ্যমন্ত্রী। আগেরবার গায়ক যখন অসুস্থ হয়েছিলেন, সেবার ১৫ জানুয়ারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল গিয়ে প্রতুলকে দেখে এসেছিলেন। তাঁর সঙ্গে বেশ কিছু সময় কথাও বলেন। সেই সময় নাকি তিনি সঙ্গীতশিল্পীর গলায় ‘বাংলার গান গাই’ গানটি শুনেওছিলেন। খবর ছড়িয়ে পড়া মাত্র উদ্বেগে বিভিন্ন মহল। তাঁরা দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই।
Post A Comment:
0 comments so far,add yours