তৃণমূলের দাবি, তাঁদের কর্মীদের ফেলে পেটানো হয়েছে। অপরদিকে, সিপিএম-এর দাবি এই সমবায়ে নিশ্চয়ই লুঠ হয়েছে। সেই কারণে তাঁদের কর্মীদের ফেলে পিটিয়েছে তৃণমূল কর্মীরা।
মেদিনীপুরে CPM-TMC-র হাতাহাতি, বাম নেতা বললেন, 'ব্যাঙ্কে কী এমন মধু আছে মনোনয়ন জমাই দিতে দিচ্ছে না?'
সিপিএম-তৃণমূলের ঝামেলা
মেদিনীপুরে সমবায় ব্যাঙ্কের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার। সম্মুখ সমরে তৃণমূল-সিপিএম-এর নেতা কর্মীরা। রীতিমতো হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় ঝামেলা। তৃণমূলের দাবি, তাঁদের কর্মীদের ফেলে পেটানো হয়েছে। অপরদিকে, সিপিএম-এর দাবি এই সমবায়ে নিশ্চয়ই লুঠ হয়েছে। সেই কারণে তাঁদের কর্মীদের ফেলে পিটিয়েছে তৃণমূল কর্মীরা।
পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কে প্রায় দশ বছর পর নির্বাচন হচ্ছে। সোমবার থেকে চলছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। বুধবারও মনোনয়ন জমার প্রক্রিয়া রয়েছে। অভিযোগ, মঙ্গলবার সিপিএম মনোনয়ন জমা দিতে চেয়েছিল। তখন বাধা দেয় তৃণমূল। এরপর আজ যখন ফের তাঁদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান সেই সময় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার পরই বিবাদে জড়িয়ে পড়েন তৃণমূল-সিপিএম নেতৃত্ব। কার্যত হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় এই ঘটনা।
এ প্রসঙ্গে সিপিএম-এর জেলা কমিটির সদস্য কীর্তি দে বক্সী বলেন, “আমরা মনোনয়ন জমা দিতে যাচ্ছিলাম। স্বৈরতান্ত্রিক কায়দায় ছুটে এল। যা ইচ্ছা তাই ব্যবহার করেছে। আমাদের পার্টি অফিসও বন্ধ করে দিয়েছে। আমার ধারণা লুঠ হয়েছে। সেই আতঙ্কে যেভাবে হোক ক্ষমতায় যেতে চাইছে। নয়ত ছোট ব্যাঙ্ক- ছোট একটা নির্বাচন। কী মধু আছে যে ক্ষমতায় যেতেই হবে? আমার মনেই হচ্ছে লুঠ হয়েছে।” অপরদিকে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি নির্মাল্য চক্রবর্তী বলেন, “অযাচিত ভাবে ওরা তৃণমূল কর্মীদের মেরেছে। আমাদের একটি ছেলেকে মাটিতে ফেলে মেরেছে। সিপিএম এর এই গুণ্ডাবাহিনীকে জবাব দেবে তৃণমূল।”
Post A Comment:
0 comments so far,add yours