উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার খলসী সীমান্ত এলাকার ঘটনা। সেখানে নবাদ কাঠি এলাকার ২ বাসিন্দা রাত্রিবেলা প্যাকেটে মোড়া গাঁজা বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল বলে খবর। প্যাকেটের উপর প্যাকেট থাকায় সেই ব্য়াগটি ফুটে ছিল।


অন্ধকারে দুই ব্যক্তিকে আটক করেই BSF দেখল ফুলে রয়েছে কিছু, হাত ঠেকাতেই মিলল খসখসে জিনিসটা
কী ঘটেছে স্বরূপনগরে?


রাতের অন্ধকারেরই সুযোগে ছিল ওরা। সেই মতো তক্কে-তক্কে ছিল। অন্ধকার নামতেই সোজা সীমান্তে হাজির তারা। কিন্তু বিএসএফ-এর চোখকে ফাঁকি দেওয়া কি এতটাই সহজ? দুই ব্যক্তিকে থামাল আধা সেনার জওয়ানরা। হাতে ঠেকল ফুলে থাকা খসখসে কিছু। তারপরই…


উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার খলসী সীমান্ত এলাকার ঘটনা। সেখানে নবাদ কাঠি এলাকার ২ বাসিন্দা রাত্রিবেলা প্যাকেটে মোড়া গাঁজা বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল বলে খবর। প্যাকেটের উপর প্যাকেট থাকায় সেই ব্য়াগটি ফুটে ছিল। এরপর বিএসএফ জওয়ানরা সেগুলিতে হাত দেন। তাঁদের খসখসে কিছু হাতে ঠেকে। তারপর অভিযুক্তদের আটক করেন তাঁরা।

বিএসএফ সূত্রে খবর, অভিযুক্তদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে বিএসএফ। এরপর তাঁদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন জওয়ানরা। মঙ্গলবার অভিযুক্তদের বারাসত আদালতে পাঠানো হয়েছে। তবে শুধু এখানেই নয়, এর পাশাপাশি মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার দুই যুবক। মঙ্গলবার সকাল সকাল সামসেরগঞ্জ থানার চকসাপুর মোড় সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁদের। অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় দেড় কুইন্টাল গাঁজা।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours