আগামী বছর বিধানসভা এবং পুরসভা ভোটকে মাথায় রেখে পানীয় জল পরিষেবাকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে। বরাদ্দ কমেছে স্বাস্থ্য খাতে।


আর্থিক ঘাটতি বেড়ে ১১৪৭২০০০০০, কোন খাতে কত বরাদ্দ করলেন ফিরহাদ হাকিম


পেশ হল কলকাতা পুরনিগমের বাজেট। কোন খাতে কত টাকা বরাদ্দ করা হল, সেই হিসেব দেওয়া হল। স্বাস্থ্যখাত সহ বেশ কিছু খাতে বরাদ্দ কমানো হয়েছে। একই সঙ্গে আর্থিক ঘাটতি কতটা, সেটাও জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আর সেই তথ্য দেখলেই স্পষ্ট হয়ে যাবে কলকাতা পুরনিগমের আর্থিক ঘাটতি বেড়েছে আগের থেকে।


২০২৪-২৫ অর্থবর্ষের তুলনায় এবার ঘাটতি বাজেট বেড়ে গেল বেশ খানিকটা। গত অর্থবর্ষে বাজেটের ঘাটতির পরিমাণ ছিল ১১২ কোটি টাকা। এবার সেই ঘাটতি বেড়ে হয়েছে ১১৪ কোটি ৭২ লক্ষ টাকা। অর্থাৎ প্রায় ২ কোটি ৭৪ লক্ষ টাকা ঘাটতি বৃদ্ধি পেয়েছে। মেয়র ফিরহাদ হাকিম বাজেটে আয় দেখিয়েছেন ৫ হাজার ৫২৪ কোটি ৮৪ লক্ষ টাকা। ব্যয় দেখিয়েছেন ৫ হাজার ৬৩৯ কোটি ৫৬ লক্ষ টাকা। অর্থাৎ ১১৪ কোটি ৭২ লক্ষ টাকার ঘাটতি থাকছে।

আগামী বছর বিধানসভা এবং পুরসভা ভোটকে মাথায় রেখে পানীয় জল পরিষেবাকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে।


কোন খাতে বরাদ্দ বাড়ল, কোন খাতে বরাদ্দ কমল

স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বাজেট বরাদ্দের পরিমাণ কমেছে আলো বিভাগের ক্ষেত্রেও। জল সরবরাহ প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৪৫৪ কোটি ৯০ লক্ষ টাকা। গত বছর যা ছিল ৪৪৪ কোটি ৯৭ লক্ষ টাকা।

স্বাস্থ্য খাতে বরাদ্দ কমে হয়েছে ১৮০ কোটি টাকা। আগে ছিল ১৮৬ কোটি ৫৫ লক্ষ টাকা।

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা খাতে বরাদ্দ বেড়ে হয়েছে ৬৮৬ কোটি ৫৭ লক্ষ টাকা। আগে ছিল ৬৬৬ কোটি ৬৬ লক্ষ টাকা।

শহরের আলোর উন্নয়নের কাজে বরাদ্দ কমানো হয়েছে। এবার বরাদ্দ করা হয়েছে ১৫৬ কোটি ৯০ লক্ষ টাকা। আগের বছর ছিল, ১৬৪ কোটি ৪৫ লক্ষ টাকা।

বস্তি উন্নয়ন খাতে বরাদ্দ হয়েছে ২৪৯ কোটি ৯ লক্ষ টাকা। আগে ছিল, ২৩২ কোটি ৬৯ লক্ষ টাকা।

সড়ক উন্নয়নের কাজে বরাদ্দ হয়েছে ৩২৫ কোটি ২ লক্ষ টাকা। আগেরবার ছিল ৩১৮ কোটি ২২ লক্ষ টাকা।

শহরের নিকাশি উন্নয়নে বরাদ্দ বেড়েছে বেশ কিছুটা। এবার ৩৫২ কোটি ৫৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, আগে যা ছিল, ৩৩৫ কোটি ৬৯ লক্ষ টাকা।

বাজেট প্রসঙ্গে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, “তৃণমূল আমলে কোনও দিন ঘাটতি বাজেট কমবে না। সবটাই প্রতিশ্রুতির ফানুস। সব পরিষেবা অবহেলিত। সম্পত্তি কর আদায়ে ব্যর্থ পুরসভা।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours