টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পাকিস্তানের স্টেডিয়াম সংস্কারের কাজ নিয়ে বার বার পিসিবিকে সমালোচনা সইতে হয়েছে। এ বার মিনি বিশ্বকাপের বল মাঠে গড়াতে না গড়াতেই শাস্তির মুখে পড়ল পাকিস্তান। কেন আইসিসি শাস্তি দিল পাকিস্তানকে?



 ভারতের বিরুদ্ধে সুপার সানডের মেগা ম্যাচের আগে পাকিস্তানকে বড়সড় শাস্তি দিল আইসিসি!
ভারত ম্যাচের আগে পাকিস্তানকে শাস্তি দিল আইসিসি



দুবাই: দীর্ঘদিন পর আইসিসির কোনও টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। শুরুতেই হোঁচট খেয়েছে গ্রিন আর্মি। কিউয়িদের কাছে করাচিতে হেরেছেন মহম্মদ রিজওয়ানরা। রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) রোহিত শর্মার ভারতের (India) বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের (Pakistan)। তার আগে বাবর-শাহিনদের শাস্তি দিল আইসিসি। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পাকিস্তানের স্টেডিয়াম সংস্কারের কাজ নিয়ে বার বার পিসিবিকে সমালোচনা সইতে হয়েছে। এ বার মিনি বিশ্বকাপের বল মাঠে গড়াতে না গড়াতেই শাস্তির মুখে পড়ল পাকিস্তান। কেন আইসিসি শাস্তি দিল পাকিস্তানকে?


করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্লো ওভার রেটের জন্য শাস্তি পাচ্ছে পাকিস্তান। মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রিন আর্মির ওই ম্যাচের ফি-র ৫ শতাংশ কাটছে আইসিসি। এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারির অ্যান্ডি পাইক্রফট সবদিক পর্যালোচনা করে মহম্মদ রিজওয়ানদের এই শাস্তি দিয়েছেন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours