ঠিক স্কুলে ঢোকার মেন গেটে ও গেটের পাশে লাগানো হয়েছে, যাতে পরীক্ষা কেন্দ্রের ঢোকার সময় ছাত্র-ছাত্রীদের চোখে পড়ে সেই বার্তা।

চাকরি চোরদের ধরতে হবে', মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এসএফআই-এর পোস্টার
এভাবেই দেওয়া হয়েছে পোস্টার



সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা এটি। তাই রাজ্যের শিক্ষা ব্যবস্থা মাধ্যমিকের গুরুত্ব বরাবরই বেশি। পর্ষদও প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি। সোমবার মোটের ওপর নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে সেই পরীক্ষা। তবে প্রথম দিনই সামনে এল রাজনৈতিক তরজ! একাধিক স্কুলে লাগানো পোস্টারে বাড়ল বিতর্ক।


‘ভাল করে পরীক্ষা দাও। ভাল রেজাল্ট করতে হবে। আগামিদিনে চাকরি চোরদের ধরতে হবে।’ এই ভাষাতেই লাগানো হয়েছে পোস্টার। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এমনই পোস্টার দেওয়া হয়েছে SFI ও DYFI-এর তরফে। আর সেই পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বীরভূমের সিউড়িতে।

সিউড়ি শহরের কালীগতি নারী শিক্ষা নিকেতন, চন্দ্রগতি উচ্চ বিদ্যালয় সহ একাধিক স্কুলে এই ধরনের পোস্ট লাগানো হয়েছে। ঠিক স্কুলে ঢোকার মেন গেটে ও গেটের পাশে লাগানো হয়েছে, যাতে পরীক্ষা কেন্দ্রের ঢোকার সময় ছাত্র-ছাত্রীদের চোখে পড়ে সেই বার্তা।


বাম ছাত্র ও যুব সংগঠনের দাবি ছাত্রদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় এবং ছাত্র-ছাত্রীরা যাতে আরও উদ্বুদ্ধ হয় সে কারণেই এই পোস্টার দেওয়া। বামেদের সমর্থন করেছে বিজেপিও। বিজেপির বীরভূম জেলার সহ-সভাপতি দীপক দাস বলেন, “কথাটা একেবারেই সত্যি। যদিও ২০২৬ সালের পর এই পোস্টারের আর প্রয়োজন পড়বে না, কারণ তখন তৃণমূল আর সরকারে থাকবে না।”

পাল্টা তৃণমূল কংগ্রেসের সিউড়ির শহর সভাপতি মহম্মদ শফি জানিয়েছেন, জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে ছাত্র-ছাত্রীরা। তার মধ্যে ধরনের বার্তা দিলে পরীক্ষায় তার প্রভাব পড়বে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে এই ধরনের পোস্টার কোনও রাজনৈতিক দল লাগাতে পারে কি না, তা আইনিভাবে বিচার করা প্রয়োজন বলে মনে করছেন তিনি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours