শুভেন্দুর সাফ দাবি, মুসলিমদের ভোটে জেতেনি বিজেপি। জয় এসেছিল সনতনীদের ভোট, জনজাতিদের ভোটে। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পালদের পাশে নিয়ে কটাক্ষের সুরেই বলেন, “আপনি কতটা সাম্প্রদায়িক সেটা আমি নন্দীগ্রামে দেখেছি। তখন আমি নন্দীগ্রামে তাঁদের ভোট নিয়ে আপনাকে হারিয়েছি।”


মমতাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে আমি শিবঠাকুরের দিকে মাথা করে ঘুমাই: শুভেন্দু
তীব্র আক্রমণ শুভেন্দুর



কলকাতা: মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলার প্রতিবাদ। রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নালিশ বিজেপি বিধায়কদের। বিধানসভার কার্যবিবরণী থেকে মৃত্যুকুম্ভ বাদ দেওয়ার দাবিও জানানো হয়েছে বলে খবর। এদিন ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বুন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় তোপ দাগলেন শুভেন্দু। ‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের তীব্র প্রতিবাদ করে বলেন, “৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। কোনও তাপ-উত্তাপ নেই। কোনও অনুশোচনা নেই। রাজ্যপাল স্পিকারকে বলুন এক্সপাঞ্জ করতে। আমরা চাই না রেকর্ডে থাকুক। শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় এই শব্দ রেকর্ডে থাকুক আমরা চাই না।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “রাজ্যপাল নিজে বলেছেন মৃত্যুঞ্জয় মহাকুম্ভ। মানে মৃত্যুকে জয় করা যেতে পারে এই কুম্ভ থেকে। এটা আমাদের মতো সনাতনীদের আস্থা। আর উনি বলছেন মৃত্যুকম্ভ। তাই আমাদের প্রতিবাদ জারি থাকবে। সনাতন সমাজ যতদিন থাকবে ততদিন প্রতিবাদ চলবে। আমরা আমাদের ধর্মের সঙ্গে তঞ্চকতা বিগত দিনে করিনি। আমরা রেড রোডে অন্য ধর্মের প্রার্থনায় চলে যান। সেখানে বিরক্ত হন লোকেরা। কিন্তু আপনি চলে যান ভোটের জন্য। আপনার মতলব সবাই জানে।”


এখানেই না থেমে মমতার বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়ে বিধানসভার বিরোধী দলনেতা আরও বলেন, “আমাকে ইঙ্গিত করে অনেক কথা বলেছিলেন। নতুন হিন্দু নেতা বলেছিলেন। আমি হিন্দু ধর্মীয় নেতা নই। হিন্দু নেতা শঙ্করাচার্যরা। আখড়ার যাঁরা নেতৃত্ব দিচ্ছেন তাঁরা। আমাদের রাজ্যে যেমন কার্তিক মহারাজরা রয়েছেন। এরা ধর্মীয় নেতা। আধ্যাত্মিক চেতনা জাগ্রত করছেন। শুভেন্দুর সাফ দাবি, মুসলিমদের ভোটে জেতেনি বিজেপি। জয় এসেছিল সনতনীদের ভোট, জনজাতিদের ভোটে। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পালদের পাশে নিয়ে কটাক্ষের সুরেই বলেন, “আপনি কতটা সাম্প্রদায়িক সেটা আমি নন্দীগ্রামে দেখেছি। তখন আমি নন্দীগ্রামে তাঁদের ভোট নিয়ে আপনাকে হারিয়েছি। তাই যাঁদের ভোট নিয়ে জিতেছি তাঁদের ধর্মীয় আঘাত, তাঁদের শাস্ত্রে যদি সরকার, সরকারি দল দেয় প্রতিবাদ আমরা করব। আমি তো বারেবারে বলেছি আমরা বিজেপির MLA মুসলিমদের ভোটে কেউ জিতিনি। হিন্দুদের ভোটে জিতেছি। জনজাতিরাও আমাদের ভোট দিয়েছে। স্বাভাবিকভাবে আমরা দায়বদ্ধ সনাতনী এবং জনজাতিদের কাছে। এটা নিয়ে সাজাসাজির বিষয় নেই।” যদিও বিতর্কের আবহে চুুপ করে বসে নেই তৃণমূলও। কটাক্ষবাণ শানিয়েছেন কুণাল ঘোষ। শুভেন্দুকে ‘তৎকাল হিন্দু’ বলেও তোপ দেগে বসেছেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours