জানা গিয়েছে, পুরনো একটি মামলায় মফিজুলের আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। তাই তিনি গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তৃণমূলকর্মী লালু। ফেরার পথে ওই ঘটনা ঘটে।


তৃণমূল কর্মীকে পিষে মেরে দিল বোলেরো গাড়ি! হেঁচড়ে নিয়ে গেল বডি! বিস্ফোরক অভিযোগ মঙ্গলকোটে


 গাড়ি চাপা দিয়ে খুন! তৃণমূল কর্মীর মৃত্যুতে ভয়াবহ অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মৃত কর্মীর পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে খুন করা হয়েছে ওই তৃণমূল কর্মীকে। তৃণমূল নেতৃত্বের দাবি, আহত অঞ্চল সভাপতি সুস্থ হলেই সবটা জানা যাবে। ঘটনার তদন্ত করছে পুলিশ।


জানা গিয়েছে বর্ধমানের কাটোয়া আদালতে একটি কাজ সেরে এদিন বাড়ি ফিরছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি মফিজুল শেখ ও তৃণমূল কর্মী লালু শেখ। বাইকে চেপে ফিরছিলেন তাঁরা। অভিযোগ, বর্ধমানের কোকগ্রামের কাছে তাঁদের মোটরবাইকে আচমকা একটি বোলেরো গাড়ি ধাক্কা মারে। তাতেই গাড়ির তলায় পিষে যান লালু শেখ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁকে ওই অবস্থায় ছেঁচড়ে অনেক দূর নিয়ে যায় ওই গাড়ি।

দু’জনকেই উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে লালু শেখকে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর আহত অবস্থায় মফিজুলকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে। তবে তাঁর অবস্থা গুরুতর, তাই বুধবার রাতেই তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হবে বলে জানা গিয়েছে।


বুধবার সন্ধ্যার মুখে ঘটনাটি ঘটেছে নতুনহাট গুসকরা রোডে মঙ্গলকোটের আটঘড়ার কাছে। মৃত তৃণমূলকর্মীর বাড়ি মঙ্গলকোটের কল্যাণপুরে। জানা গিয়েছে, পুরনো একটি মামলায় মফিজুলের আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। তাই তাঁরা গিয়েছিলেন।

মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, এটা দুর্ঘটনা নয়, পরিল্পিত খুন। এদিকে, দলের একাংশের সন্দেহ মফিজুলকে টার্গেট করেই এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। যদিও পুলিশ ঘাতক গাড়িটিকে চিহ্নিত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours