মা-বাবার সঙ্গম দেখবে সন্তান! সম্প্রতি এক রিয়্যালিটি শোয়ে এমন মন্তব্য করে মারাত্মক বিপাকে পড়েছেন 'বিয়ারবাইসেপ' খ্যাত ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া।
মা-বাবার সঙ্গম প্রসঙ্গে রণবীরকে তুলোধনা সুপ্রিম কোর্টের, গ্রেফতারি নিয়ে বড় সিদ্ধান্ত আদালতের
মা-বাবার সঙ্গম দেখবে সন্তান! সম্প্রতি এক রিয়্যালিটি শোয়ে এমন মন্তব্য করে মারাত্মক বিপাকে পড়েছেন ‘বিয়ারবাইসেপ’ খ্যাত ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। অশ্লীল মন্তব্য করায়, রণবীরের বিরুদ্ধে দায়ের হয়েছে প্রায় একডজন এফআইআর। এমনকী, সংসদেও রণবীরকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। আর এবার রণবীরকে নোংরা, বিকৃত মনষ্ক বলে তুলোধনা করল সুপ্রিম কোর্ট।
কয়েকদিন আগেই তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজ করার জন্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রণবীর। এমনকী, মামলার দ্রুত শুনানির জন্যও প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে আবেদনও জানান রণবীর। তবে রণবীরের সমস্ত আবেদন খারিজ করে দেয়। মঙ্গলবার সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হল, রণবীরের এহেন মন্তব্য অত্যন্ত নোংরা মানসিকতার প্রতিফলন। বাকস্বাধীনতা থাকলেই, এই ধরনের কথা বলা যায় না। এই ধরনের মন্তব্য ভারতীয় সংস্কৃতির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট রণবীরকে তিরষ্কার করলেও,নির্দেশ দেয় রণবীরের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করতে পারবে না পুলিশ।
Post A Comment:
0 comments so far,add yours