তিনি আরও জানান, তাঁরা নিজেরা মাকে খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে পুষ্প হাজরাকে খুঁজতে মাইকিং শুরু হয়েছে। পাশাপাশি পোস্টারও সাঁটানো হয়েছে বিভিন্ন জায়গায়।


ছেলের হাত ধরেই স্নান, তারপর রামমন্দিরে গিয়ে কোথায় গেল মা! খোঁজ পাওয়া গেল না
নিখোঁজ বৃদ্ধা


ছেলের সঙ্গে কুম্ভ স্নান সেরে অযোধ্যার রামমন্দির দর্শনে গিয়েছিলেন। তবে সেই মন্দির চত্বর থেকেই নিখোঁজ হল মা। এখন মাকে অযোধ্যায় খুঁজতে হন্যে হয়ে ঘুরছে ছেলে। নিখোঁজের অভিযোগ দায়ের করার পর পোস্টার সাঁটালো পুলিশ।


গত ১৪ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানের মেমারির শ্রীদুর্গাপল্লীর বাসিন্দা পুষ্প হাজরা। তিনি তাঁর ছোট ছেলে আনন্দকে নিয়ে মহাকুম্ভে যান। সেখানে স্নান সেরে গত ১৮ ফেব্রুয়ারি অযোধ্যায় রামমন্দির দর্শনে যান।নিখোঁজ পুষ্প হাজরার বড় ছেলে প্রশান্ত হাজরা জানান, “প্রথমে মা ও ভাই বেনারস যায়। সেখান থেকে গিয়েছিলেন মহাকুম্ভে। মহাকুম্ভে স্নান করেন। তারপর তাঁরা অযোধ্যায় যান রাম মন্দির দর্শন করতে। সেখানেই ১৮ তারিখ ভিড়ের মধ্যে লাইন থেকে নিখোঁজ হয়ে যান মা।”

তিনি আরও জানান, তাঁরা নিজেরা মাকে খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে পুষ্প হাজরাকে খুঁজতে মাইকিং শুরু হয়েছে। পাশাপাশি পোস্টারও সাঁটানো হয়েছে বিভিন্ন জায়গায়। এদিকে এখনও পর্যন্ত মা-কে খুঁজে না পেয়ে চিন্তায় পরিবার।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours