আট বছর ধরে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করে আসছেন নব দিগন্ত ক্লাবের সদস্যরা।


দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের অন্যতম একটি ক্লাব কাকদ্বীপের গণেশপুর তৃতীয় ঘেরির নব দিগন্ত ক্লাবের উদ্যোগে প্রত্যেক বছরই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়। কিন্তু এ বছর শুধু মাধ্যমিক পরীক্ষার্থীদের নয় তার পাশাপাশি অভিভাবক ও অভিভাবিকাদের জন্য বসার ব্যবস্থা সহ খাবারের আয়োজন করেছেন তারা।
জানা গিয়েছে, পরীক্ষার প্রথম দিন সুন্দরবন বালিকা বিদ্যানিকেতনে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের জন্য জলের বোতল ও পেন দেওয়া হয়। একইভাবে প্রতিদিনই সকল পরীক্ষার্থীকে পানীয় জলের বোতল দেওয়া হচ্ছে। আর স্কুলের বিপরীত দিকের একটি মাঠে অভিভাবকদের বসার জন্য অস্থায়ী বিশ্রামাগার বানানো হয়েছে। এই বিশ্রামাগারে দেওয়া রয়েছে চেয়ার। প্রতিদিন অভিভাবকরা পরীক্ষা চলাকালীন তিন ঘন্টা সময় ধরে এই বিশ্রামাগারে বসে থাকেন।
 তাঁদের জন্য চা ও বিস্কুট দেওয়া হয়। এমনকি দুপুর ১২টা বাজলে হাল্কা খাবারের ব্যবস্থা করা হয়। কখনও চাউমিন কখনও সিঙ্গারা সহ বিভিন্ন খাবার দেওয়া হয়। নব দিগন্ত ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ওই স্কুলে আগত পরীক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকারা।


ষ্টাফ রিপোর্ট মুন্না সর্দারের 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours