মহাকুম্ভের সামগ্রিক আয়োজনের জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ভূয়সী প্রশংসা করেন তিনি। শুভেন্দু লিখলেন, ‘আমি যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি, উত্তর প্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্য নাথ জি ও উত্তর প্রদেশের প্রশাসনকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সুন্দর, সু'ব্যবস্থার জন্য।”

সকালেই উড়ে গেলেন চাটার্ড প্লেনে, মহাকুম্ভে স্নান করেই যোগী-মোদীর ভূয়সী প্রশংসা শুভেন্দুর
কুম্ভে স্নান করলেন শুভেন্দু



সকালেই চাটার্ড বিমানে করে উড়ে গিয়েছিলেন প্রয়াগরাজের উদ্দেশে। সময়ে পৌঁছেও যান। স্নান করলেন মহাকুম্ভে। সেই ছবি সমাজমাধ্যমে শেয়ারও করলেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফেসবুকে শুভেন্দু লিখছেন, ‘১৪৪ বছর পরে মাহেন্দ্রক্ষণে আসা এই পূর্ণ মহাকুম্ভের মাহাত্ম্য সুবিশাল। মহাকুম্ভ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক মহামিলন হল এই মহাকুম্ভ, যা জ্ঞান ও আধ্যাত্মিক চেতনার দ্বারকে উন্মুক্ত করে দেয়।’ 


একইসঙ্গে মহাকুম্ভের সামগ্রিক আয়োজনের জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ভূয়সী প্রশংসা করেন তিনি। শুভেন্দু লিখলেন, ‘আমি যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি, উত্তর প্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্য নাথ জি ও উত্তর প্রদেশের প্রশাসনকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সুন্দর, সু’ব্যবস্থার জন্য। মানবতা ও আধ্যাত্মিকতার মেলবন্ধন এই পবিত্র মহাকুম্ভের সাক্ষী থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’ প্রসঙ্গত, এই কুম্ভ নিয়ে বিতর্কের অন্ত নেই। পদপিষ্ট হওয়ার ঘটনা থেকে দিল্লি স্টেশনের ভয়াবহ অবস্থা নিয়ে গোটা দেশজুড়ে হয়েছে বিস্তর চাপানউতোর। 

এরইমধ্যে আবার মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়েও বিতর্কের অন্ত নেই। চাঁচাছোলা ভাষায় তোপ দেগেছেন শুভেন্দু নিজেও। রাজ্যপালের মন্তব্যের রেশ টেনে শুভেন্দু বলেন, “রাজ্যপাল নিজে বলেছেন মৃত্যুঞ্জয় মহাকুম্ভ। মানে মৃত্যুকে জয় করা যেতে পারে এই কুম্ভ থেকে। এটা আমাদের মতো সনাতনীদের আস্থা। আর উনি বলছেন মৃত্যুকম্ভ। তাই আমাদের প্রতিবাদ জারি থাকবে। সনাতন সমাজ যতদিন থাকবে ততদিন প্রতিবাদ চলবে।” শুভেন্দুর দাবি, হিন্দুদের কাছে এখন কোয়েশ্চেন মার্ক হয়ে গিয়েছেন মমতা। শুভেন্দুর কথায়, তাই আপনাকে বলতে হচ্ছে আমি হিন্দু। আমি ব্যানার্জি পরিবার। বাধ্য হয়ে বলতে হচ্ছে আমি শিবঠাকুরের দিকে মাথা করে ঘুমাই।” যদিও পাল্টা ‘তৎকাল হিন্দু’ বলে শুভেন্দুকে তোপ দেগেছেন কুণাল। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours