চলতি বছরের বইমেলাতে সেই বিতর্ক ছাড়ল না পিছু। বরং আরও এক ধাপ চড়ে রীতিমতো চলল স্টল ভাঙচুর।
বইমেলায় তসলিমার 'চুম্বন'..., ক্ষেপে গিয়ে হামলা চালাল মৌলবাদীরা
হামলা ছবি
চলতি মাসের পয়লা তারিখ থেকে বাংলাদেশে শুরু হয়েছে অমর একুশের বইমেলা। প্রথমে ডাস্টবিনে হাসিনার ছবি। এবার তসলিমার বই ঘিরে বিতর্ক। বাংলাদেশের বুকে বরাবরই নিষিদ্ধ তাঁর লেখা। চলতি বছরের বইমেলাতে সেই বিতর্ক ছাড়ল না পিছু। বরং আরও এক ধাপ চড়ে রীতিমতো চলল স্টল ভাঙচুর।
তসলিমার বই ঘিরে বিতর্ক
চলতি বইমেলায় সব্যসাচী নামে একটি প্রকাশনা সংস্থার স্টলে রাখা হয়েছিল তসলিমা নাসরিনে বিতর্কিত বই ‘চুম্বন’। আর তাতেই চড়ল পারদ। অভিযোগ, স্টলে তসলিমার বই রাখায় হামলা চালায় মৌলবাদীরা। চলে ভাঙচুর। মৌলবাদীদের আক্রমণের মুখে পড়েন প্রকাশক শতাব্দী ভব।
এই ঘটনার পরে নিজের সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান তসলিমা। কেন তাঁর বই এখনও নিষিদ্ধ সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তসলিমার দাবি, ‘জিহাদিরা বইমেলায় সব্যসাচী স্টলটিতে হামলা করেছে। এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। ফেসবুকেই জিহাদিরা ডাক দেয় স্টল আক্রমণের। দোষ একটাই, স্টলটি আমার লেখা বই রেখেছে।’
Post A Comment:
0 comments so far,add yours