এআই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ডেটা সুরক্ষা, ডেটা নিয়ন্ত্রণ, বিশ্ব বাণিজ্যে এআই-এর প্রভাব সহ একাধিক বিষয়ে আলোচনা হবে।
AI যুগে কর্মীদের ভূমিকা কেমন হবে, প্যারিসে আলোচনার আয়োজন ভারতের
বিশেষজ্ঞরা মনে করেন, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আগামীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে। এবার সেই এআই নিয়ে বড় পদক্ষেপ করল ভারত। এআই পলিসি সংক্রান্ত বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
প্যারিসে ‘এআই ফর ইন্ডিয়া’ (AI4India) ও সেন্টার ফর পলিসি রিসার্চ অ্যান্ড গভর্ন্যান্স যৌথ উদ্যোগে একটি প্যানেল ডিসকাশনের আয়োজন করেছে। আলোচনার বিষয়বস্তু হল, ‘বিল্ডিং AI ইন গ্লোবাল সাউথ’। অর্থনীতিতে এআই-এর ভূমিকা নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত থাকবেন তাবড় বিশেষজ্ঞরা।
জানা গিয়েছে, বিশ্বের প্রথম সারির এআই পলিসি মেকারদের আমন্ত্রণ জানানো হয়েছে ওই আলোচনায়। এই আলোচনা সভায় উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব অভিষেক সিং, AI4India-র কো ফাউন্ডার শশী শেখর ভেম্পাতি ও অলোক আগরওয়াল। সিপিআরজি-র ডিরেক্টর রামানন্দ, OECD-র সিনিয়র অ্যাডভাইজর সিন ডাফার্টি, Partex NV-র সিইও গুঞ্জন ভরদ্বাজ।
রামানন্দ জানিয়েছেন, এআই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ডেটা সুরক্ষা, ডেটা নিয়ন্ত্রণ, বিশ্ব বাণিজ্যে এআই-এর প্রভাব সহ একাধিক বিষয়ে আলোচনা হবে। এআই যুগে কর্মীদের কাজ কী হবে, তা নিয়েও আলোচনা হবে বলে জানানো হয়েছে।
জানা যাচ্ছে, AI4India.org ও CPRG-র এই আলোচনায় এআই নিয়ে এক নতুন দিগন্ত খুলে যাবে। সারা বিশ্বের ভাল কাজে কীভাবে যুক্ত হবে এআই, তা নিয়েও আলোচনা হবে বলেজানা গিয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours