চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি জমে উঠেছে। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভেস্তে গিয়েছে। গ্রুপের চার দলই সেমিফাইনালের দৌড়ে। যাবে যে কোনও দুটি দল।
গ্রুপ এ থেকে সেমিতে ভারত ও নিউজিল্যান্ড, গ্রুপ বি-তে কী অঙ্ক?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ এ-র অঙ্ক পরিষ্কার। ভারত ও নিউজিল্যান্ড নিজেদের প্রথম দুটি ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। গ্রুপের শেষ ম্যাচে এই দু-দল মুখোমুখি হবে। এই গ্রুপ থেকে শীর্ষে কে থাকবে, তারই ফয়সালা হবে সেই ম্যাচে। ভারত-নিউজিল্যান্ড যেমন শেষ চারে, তেমনই বাংলাদেশ ও পাকিস্তান এই গ্রুপ থেকে ছিটকে গিয়েছে। তাদের একটি ম্যাচ বাকি। সেটা একেবারেই নিয়মরক্ষার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি জমে উঠেছে। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভেস্তে গিয়েছে। গ্রুপের চার দলই সেমিফাইনালের দৌড়ে। যাবে যে কোনও দুটি দল।
গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে জিতেছিল। অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়েছে। ফলে ইংল্যান্ড ও আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে হারলেও তাদের জন্য দরজা আরও ভালোভাবেই খুলে গিয়েছে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দু-দলের ঝুলিতেই এখন তিন পয়েন্ট করে রয়েছে। তবে নেট রানের নিরিখে এই গ্রুপে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের আর একটা করে ম্যাচ বাকি।
গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচ ইংল্য়ান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে জিতলে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেবে প্রোটিয়ারা। একান্তই যদি সেই ম্যাচ তারা হেরেও যায়, কিন্তু ইংল্যান্ড নিজেদের পরবর্তী ম্যাচ দুটি জিততে না পারে, তিন পয়েন্ট নিয়েও সেমিতে যেতে পারে প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ জিতলেও নেট রান খুব বেশি বাড়াতে পারেনি। তবে তাদের সেমিফাইনাল ভাগ্য নিজেদের নিয়ন্ত্রণেই আছে আপাতত। নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেই হবে। কিন্তু আফগানদের কাছে হেরে গেলে অস্ট্রেলিয়ার রেজাল্টের উপর নির্ভর করতে হবে।
বুধবার অর্থাৎ আগামী কাল মুখোমুখি হতে চলেছে আফগানিস্তান ও ইংল্যান্ড। যে দল জিতবে সুযোগ থাকবে সেমিফাইনালে যাওয়ার। কিন্তু হারলে বিদায় নিশ্চিত। আফগানিস্তানের নেট রান রেটও ভালো নয়। ফলে পরপর দু-ম্যাচ জিতলে তবেই সুযোগ থাকবে।
Post A Comment:
0 comments so far,add yours