জার্মানির নির্বাচনের ফলাফলের ধাক্কায় কিছুটা হলেও পিছিয়ে গিয়েছে আমেরিকান ডলার। আর ডলার ধাক্কা খাওয়ায় কিছুটা হলেও দর বেড়েছে এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার।
জার্মানির নির্বাচনের ফলাফলের প্রভাব, ডলারের সাপেক্ষে লাফিয়ে বাড়ল এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার দর!
ফেব্রুয়ারির ২৩ তারিখ জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল। আর এই নির্বাচনে জয়লাভ করেছে সে দেশের ক্রিস্টান ডেমক্র্যাটিক ইউনিয়ন ও তার জোটসঙ্গী ক্রিস্টান সোশ্যাল ইউনিয়ন। আর ২০ শতাংশেরও কম ভোট পেয়ে হেরেছে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি। বিশেষজ্ঞরা বলছেন ১৯৩৩ সালের পর এই প্রথম এত খারাপ ফল করল এই রাজনৈতিক দলটি।
স্বাভাবিক ভাবেই জার্মানির এই নির্বাচনের আঁচ এসে লেগেছে এশিয়াতেও। জার্মানির এই ফলাফলের ধাক্কায় কিছুটা হলেও পিছিয়ে গিয়েছে আমেরিকান মুদ্রা ডলার। আর ডলার ধাক্কা খাওয়ায় কিছুটা হলেও দর বেড়েছে এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার। এর মধ্যে রয়েছে জাপানের ইয়ান, কোরিয়ার ওয়ান, চিনের ইউয়ান। এ ছাড়াও নানান উন্নয়নশীল দেশের মূদ্রাও খানিকটা এগিয়েছে ডলারের তুলনায়। মায়েশিয়ার রিঙ্গিট বেড়েছে ০.৫ শতাংশ। এ ছাড়াও বেড়েছে পোল্যান্ডের জলোটি ও রোমানিয়ার লেউ।
জার্মানিতে শাসক দলের পরাজয় সে দেশের অর্থনীতিতে কিছুটা ধাক্কা দিয়েছে। একই সঙ্গে যোগ হয়েছে জার্মানির ক্রমগত মুদ্রাস্ফীতি। যা আশা করা হয়েছিল তার তুলনায় সে দেশের কাস্টমার প্রাইস ইনডেক্স কমেছে অনেকখানি। আর এসবের জেরে ধাক্কা খেয়েছে ইউএস ডলারও। আর ডলারের এই ধাক্কার প্রভাব গিয়ে পড়েছে বিশ্বব্যাপি বাণিজ্যে। পড়েছে আমেরিকার বাজার। তৈরি হয়েছে একটা শূন্যস্থান। আর সেই শূন্যস্থান পূরণ করার দৌড়ে হঠাৎই এগিয়ে গিয়েছে এশিয়ার বিভিন্ন দেশের বাজার।
Post A Comment:
0 comments so far,add yours