সাগরের MLA কাপ ২০২৫-এর চ্যাম্পিয়ন দল হলো চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ এবং রানার্স আপ দল হলো গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর
দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের অধীন হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স ময়দানে,২৩ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল ১৬ দলীয় নাইন সাইড নকআউড সাগর MLA কাপ ২০২৫,যার প্রথম পুরস্কার ছিল সুদৃশ্য ট্রফি সহ নগদ দুই লক্ষ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার ছিল সুদৃশ্য ট্রফি সহ নগদ দুই লক্ষ টাকা, সাগরের MLA কাপের ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছিল একটি দল হলো চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ,এবং অপর আর একটি দল হলো গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর