ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পর্যটকের গাড়ি
কলকাতা থেকে বকখালি তে ঘুরতে যাচ্ছিল একটি পর্যটকদের দল শনিবার সকাল বেলা কাকদ্বীপের সীমাবাঁধ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ৪০৭ গাড়িতে এসে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে ছুটে আসে এলাকার মানুষজন। তড়িঘড়ি করে উদ্ধার করা হয় পর্যটক দের। অন্যদিকে এই ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ যায় ওই পর্যটকদের গাড়ির ড্রাইভারের অন্যদিকে গুরুতর আহত অবস্থায় চার পর্যটককে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
ঘটনার খবর দেওয়া হয়েছে কাকদ্বীপ থানার পুলিশকে। তবে স্থানীয় বাসিন্দারা জানায় গাড়িটি প্রচন্ড গতিতে আসছিল যে কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ঘন কুয়াশার কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৪০৭ এ ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ।
ষ্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours