চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার বহু আগে থেকেই ভারত ও পাকিস্তানের লড়াই যেন জমে উঠেছে। ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ শুরু হবে এ বারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ফের এক নয়া বিতর্কের জন্ম হয়েছে।
ICC Champions Trophy 2025: বিরাট-রোহিতদের জার্সিতে জায়গা পাচ্ছে না পাকিস্তান? 'অপমানিত' পিসিবি!
বিরাট-রোহিতদের জার্সিতে জায়গা পাচ্ছে না পাকিস্তান? 'অপমানিত' পিসিবি!


চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) শুরু হওয়ার বহু আগে থেকেই ভারত ও পাকিস্তানের লড়াই যেন জমে উঠেছে। ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ শুরু হবে এ বারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ফের এক নয়া বিতর্কের জন্ম হয়েছে। এ বার বিতর্কের কেন্দ্রে জার্সি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় টিমের ক্রিকেটাররা যে জার্সি পরবেন, সেখানে থাকবে না পাকিস্তানের নাম। এমন দাবিই জানিয়েছে বিসিসিআই। এ কথা সংবাদ সংস্থা IANS-কে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা।

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হতে চলেছে হাইব্রিড মডেলে। পাকিস্তান টুর্নামেন্টের আয়োজক। কিন্তু সে দেশে ভারতীয় ক্রিকেটাররা খেলতে যাবেন না। তাই হাইব্রিড মডেল অনুযায়ী দুবাইতে ভারতীয় টিম সবকটি ম্যাচ খেলবে। বিসিসিআই ও পিসিবির চুক্তি হয়েছে আসন্ন আইসিসি টুর্নামেন্টে পাক ক্রিকেট টিম আর ভারতে খেলতে আসবে না। দুই দেশের পরবর্তী আইসিসি ইভেন্টের ম্যাচগুলি নিরপেক্ষ ভেনুতে হবে। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে নতুন করে বিসিসিআইয়ের দাবি পৌঁছে গিয়েছে পিসিবির কাছে।

সংবাদ সংস্থা IANS-কে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ‘বিসিসিআই ক্রিকেটে মধ্যে রাজনীতিকে নিয়ে আসছে। এটা খেলার জন্য ভালো নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি। এমনকি ওদের অধিনায়ককেও ছবি তোলার জন্যও পাকিস্তানে পাঠাতে রাজি নয়। আর এখন যা জানতে পারছি তাতে ওরা জার্সিতে পাকিস্তানের নামও নাকি রাখতে চাইছে না। আশা করছি আইসিসি এমন কিছু হতে দেবে না। পাকিস্তান সেই সমর্থনটা পাবে।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours