দীর্ঘ ১০ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরলেন রোহিত শর্মা। রঞ্জি ট্রফিতে তিনি শেষ বার খেলেছিলেন উত্তরপ্রদেশের বিরুদ্ধে, ২০১৫ সালে। এ বার তিনি জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ফিরলেন রঞ্জিতে। তবে তাঁর কামব্যাক অবশ্য রঙিন হয়ে রইল না।

ঠিক যেন মেলবোর্নের মতো, রোহিত শর্মার রঞ্জি কামব্যাক 'ফিনিশ' ১৯ বলেই!
রঞ্জি কামব্যাকে রোহিত শর্মার ব্যাটে রান এল না।


যখন তিনি মাঠে নামলেন হাউসফুল গ্যালারি থেকে উপচে পড়ল হাততালি। চারিদিকে তাঁর নামে স্লোগান। এমন দৃশ্য যে রঞ্জি ট্রফির (Ranji Trophy) মুম্বই বনাম জম্মু ও কাশ্মীর ম্যাচে দেখা যাবে তা অনেকেই কল্পনা করেছিলেন। আর বৃহস্পতিবার সকালে হয়েছেও সেটাই। প্রায় এক দশক পর রঞ্জি ট্রফিতে ফিরলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই ২০১৫ সালে শেষ বার রঞ্জি ট্রফিতে তিনি খেলেছিলেন উত্তরপ্রদেশের বিরুদ্ধে। এ বার অবশ্য তাঁর রঞ্জিতে কামব্যাক রঙিন হল না।


মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে যেভাবে আউট হলেন রোহিত, তাতে অনেকের বক্সিং ডে টেস্টের কথা মনে পড়তে পারে। মেলবোর্নে অফ স্টাম্পের একটু বাইরের বল তুলে মিড উইকেটে মারতে চেয়েছিলেন। কোমরের উচ্চতার বল তুলে লেগ সাইডে মারতে গিয়েছিলেন। ব্যাটের কোনায় লেগেছিল বক্সিং ডে টেস্টে। জম্মু ও কাশ্মীরের বোলার মীর পর পর ২টো মেডেন ওভার করেন। সেটা হয়তো রোহিতের গায়ে লেগে যায়। পরের ওভারে তাই রোহিত পিক আপ শট খেলতে গিয়েছিলেন। ব্যাটের কানায় লাগে এবং রোহিত আউট হন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours