হাসপাতাল সূত্রে খবর। বর্তমানে তাঁর হিমোগ্লোবিনের মাত্রা কমে ৬ নেমে গিয়েছে। ক্রিয়েটিনিন ২.৮। ফুলে গিয়েছে পা। পালস রেটও অনিয়মিত। হৃৎপিণ্ডের পেশী পর্যাপ্ত রক্ত পাম্প করতে অক্ষম। তাতেই আরও বেড়েছে সমস্যা।
ভাল নেই পার্থ চট্টোপাধ্যায়! শারীরিক অবস্থার অবনতি হতেই কী বলছেন ডাক্তাররা
পার্থ চট্টোপাধ্যায়
ভাল নেই পার্থ চট্টোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার বেশ কিছুটা অবনতি হয়েছে। চিন্তায় পরিবার থেকে পরিজনেরা। বৃহস্পতিবার বিকালে তাঁকে ইউরোলজি ওয়ার্ড থেকে কার্ডিওলজির আইসিইউয়ে স্থানান্তর করা হয়েছে। কার্ডিওলজি, মেডিসিন, নেফ্রোলজি, চেস্ট মেডিসিন, এন্ডোক্রিনোলজির চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল টিম।
হাসপাতাল সূত্রে খবর। বর্তমানে তাঁর হিমোগ্লোবিনের মাত্রা কমে ৬ নেমে গিয়েছে। ক্রিয়েটিনিন ২.৮। ফুলে গিয়েছে পা। পালস রেটও অনিয়মিত। হৃৎপিণ্ডের পেশী পর্যাপ্ত রক্ত পাম্প করতে অক্ষম। তাতেই আরও বেড়েছে সমস্যা। প্রসঙ্গত গত শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএমে চিঠি পাঠানো হয়েছিল জেল কর্তৃপক্ষের তরফে। চার্জ গঠনের দিন কিছুটা অসুস্থ হয়েছিলেন পার্থ। তবে তারপর ভালই ছিলেন। কিন্তু পরে ফের বাড়ে সমস্যা।
শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে সোমবার সন্ধ্যায় পার্থকে এসএসকেএমে আনা হয়। যদিও গত মঙ্গলবারের রিপোর্ট বলছিল তাঁর শারীরিক অবস্থা বেশ স্থিতিশীলই ছিল। সেই সময় এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। তাঁর ইসিজি, ইকোকার্ডিওগ্রামও করা হয়। প্রাথমিকভাবে অক্সিজেন দিতে হলেও কিছু সময়ের মধ্যে সুস্থ বোধও করেন। দেহে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক ছিল। কিন্তু, আচমকা ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু করেছে বলে হাসপাতাল সূত্রে খবর।
Post A Comment:
0 comments so far,add yours