যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই দারুণ এক প্রকল্প চালু করল ভারতীয় রেল। এর নাম বুক নাও, পে লেটার। অর্থাৎ এখন টিকিট বুক করুন, টাকা পরে দিন। অনলাইনে নিখরচায় টিকিট কাটার এই সুবিধা পাওয়া যাবে।


নিখরচায় কাটুন ট্রেনের টিকিট, টাকা মেটাবেন পরে! ভারতীয় রেল আনল দারুণ পরিষেবা
ফাইল চিত্র।


বাঙালির পায়ের তলায় সর্ষে। উঠল বাই তো কটক যাই। কিন্তু পকেটে টাকা কোথায়? ট্রেনে তো আর ফ্রি-তে উঠতে দেবে না। চিন্তা নেই। এবার ট্রেনের টিকিট কেটে ফেলুন নিশ্চিতে। লাগবে না একটা টাকাও। তাহলে কী ফ্রি-তে টিকিট পাওয়া যাবে? না। টিকিট এখন কাটতে পারবেন নিশ্চিতে। টাকা পরে দিলেই হবে।


যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই দারুণ এক প্রকল্প চালু করল ভারতীয় রেল। এর নাম বুক নাও, পে লেটার। অর্থাৎ এখন টিকিট বুক করুন, টাকা পরে দিন। অনলাইনে নিখরচায় টিকিট কাটার এই সুবিধা পাওয়া যাবে।

কীভাবে টিকিট কাটবেন?
ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, বুক নাও, পে লেটার-এ টিকিট কাটতে প্রথমে 


রেজিস্টার করতে হবে।


এরপরে আইআরসিটিসির অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
এবার নিজের পার্সোনাল ডিটেল অর্থাৎ নাম, ফোন নম্বর সহ তথ্যগুলি আপডেট করতে হবে।
এবার ক্লিক করলে কোড আসবে। সেই কোড দিয়ে সাবমিট ক্লিক করুন।
এবার পেমেন্টের অপশন আসবে। এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিম অ্যাপ, নেট ব্যাঙ্কিংয়ের পাশাপাশি বুক নাও, পে লেটার-র অপশনও পাবেন।
টিকিট কাটার ১৪ দিনের মধ্যে যদি টাকা মিটিয়ে দেন, তবে সেক্ষেত্রে কোনও অতিরিক্ত ফি লাগবে না। শুধু টিকিটের দাম দিলেই চলবে। যদি ১৪ দিন পেরিয়ে যাওয়ার পর টিকিটের দাম মেটান, তবে ৩.৫ শতাংশ সার্ভিস চার্জ লাগবে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours