এদিন বিদেশমন্ত্রক সূত্রে জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে রাশিয়ার সেনাবাহিনীতে নাম লিখিয়েছিল মোট ১২৬ জন ভারতীয়। যাদের মধ্যে ৯৬ জনের কার্যকালের মেয়াদ শেষ হওয়ায়, তারা ফের দেশে ফিরে এসেছে। এখনও নিখোঁজ ১৬ জন। মৃত্যু হয়েছে ১২ জন ভারতীয়র।
রাশিয়ার হয়ে বন্দুক ধরতে গিয়ে মৃত্যু ১২ জন ভারতীয়র! কীভাবে পুতিনের সেনায় ঢুকল ওরা?
প্রতীকী ছবি
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে প্রাণ গিয়েছে ১২ জন ভারতীয়র। শুক্রবার এমনই দাবি করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। রাশিয়ার হয়ে যুদ্ধক্ষেত্রে নেমেছিল তারা। আর সেই রণক্ষেত্রে ইউক্রেনীয় সেনার গুলিতে প্রাণ যায় তাদের।
এদিন বিদেশমন্ত্রক সূত্রে জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে রাশিয়ার সেনাবাহিনীতে নাম লিখিয়েছিল মোট ১২৬ জন ভারতীয়। যাদের মধ্যে ৯৬ জনের কার্যকালের মেয়াদ শেষ হওয়ায়, তারা ফের দেশে ফিরে এসেছে। এখনও নিখোঁজ ১৬ জন। মৃত্যু হয়েছে ১২ জন ভারতীয়র।
দিন কয়েক আগেই রুশবাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে মৃত্য়ু হয়েছে কেরলের এক বাসিন্দার। গুরুতর ভাবে আহত হয়েছেন একজন। মস্কোর হাসপাতালেই আপাতত চিকিৎসা চলছে তার। কেরল থেকে রাশিয়ায় গিয়েছিলেন তারা। যোগ দেন সেনাবাহিনীতে। আর তারপর নেমে পড়েন রাশিয়া-ইউক্রেনের রণক্ষেত্রে।
কীভাবে রুশবাহিনীতে নাম লেখাচ্ছে ভারতীয়রা?
জানা যায়, মূলত ভিন দেশে চাকরির টোপ দিয়েই চলে এই সেনা নিয়োগ প্রক্রিয়া। লক্ষ্য আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের যুবকরা। মোটা অঙ্কের বেতনের লোভ দেখিয়ে তাদের পাঠিয়ে দেওয়া হয় বিশ্বের বিভিন্ন দেশে। একই ভাবে অবৈধ পদ্ধতিতেই সেই সব যুবকদের চালান করা হয় রাশিয়ায়।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাশিয়ায় পৌঁছনোর পরই কেড়ে নেওয়া হয় তাদের পাসপোর্ট। তারপর ঢুকিয়ে দেওয়া সেনা প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে। সেখানে দিনের পর দিন চলে প্রশিক্ষণ পর্ব। এরপর সরাসরি রাশিয়া-ইউক্রেনের রণক্ষেত্রে একেবারে প্রথমের সারিতে নামিয়ে দেওয়া হয় এই প্রশিক্ষণ প্রাপ্ত সেনা-জওয়ানদের।
Post A Comment:
0 comments so far,add yours