মোহনবাগানে বার্ষিক সাধারণ সভা। এর মাঝেই শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। সে কারণেই আহত হন সেই মহিলা সদস্য সুরভী দাস। যদিও সাধারণ সভায় এমন ঘটনা হয়েই থাকে এবং চেয়ার 'সৌজন্য'-এর কথাও তুলে ধরেন মোহনবাগানের ভাইস প্রেসিডেন্ট।
মোহনবাগানের সভায় ধুন্ধুমার, চেয়ার ছোড়াছুড়িতে আহত মহিলা সদস্য বলছেন, 'আনসেফ'
বার্ষিক সাধারণ সভা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় মোহনবাগানে। ময়দানে এমনটা নতুন নয়। তবে এই উত্তপ্ত পরিস্থিতি আহত মোহনবাগানেরই এক মহিলা সদস্য। যিনি নিজের ক্লাবেই ‘আনসেফ’ মনে করছেন। এ দিন ছিল মোহনবাগানে বার্ষিক সাধারণ সভা। এর মাঝেই শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। সে কারণেই আহত হন সেই মহিলা সদস্য সুরভী দাস। যদিও সাধারণ সভায় এমন ঘটনা হয়েই থাকে এবং চেয়ার ‘সৌজন্য’-এর কথাও তুলে ধরেন মোহনবাগানের ভাইস প্রেসিডেন্ট।
মোহনবাগানে বার্ষিক সাধারণ সভায় সৃঞ্জয় বোসের বিরোধী শিবির নির্বাচনের দাবি তোলে। এরপরই শাসকগোষ্ঠী থেকে হই হট্টগোল। বিরোধীরা উই ওয়ান্ট ইলেকশন লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। সৃঞ্জয় বোস বলেন, ‘২০২২ সালে নির্বাচন হয়নি।’ সভাপতি দেবাশিস দত্তর দাবি, বিরোধী শিবির যদি মনোনয়ন জমা না দেয় তা হলে কী করা যাবে। যার প্রেক্ষিতে সৃঞ্জয় বোস মনে করিয়ে দেন, বিরোধী শিবির থেকে মনোনয়ন জমা দেওয়া হলেও তাঁকে প্রত্যাহারে বাধ্য করা হয়েছিল।
মূল দাবি ছিল, নির্বাচন হোক। শাসক শিবিরের তরফে যখন নির্বাচনের বিরোধীতা করা হয়, সেই সময় বিরোধী পক্ষও সরব হয় এবং শুরু হয়ে যায় দু-পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি। এই ঘটনাতেই মোহনবাগানের মহিলা সদস্য সুরভী আহত হন। হাতে, কোমরে চোট লেগেছে। সুরভী বলেন, ‘এজিএম চলাকালীন অনেকেই নানা বিদ্রুপ করছিলেন। এই ক্লাবের লনে বসে জায়ান্ট স্ক্রিনে বহু ম্যাচ দেখেছি। আজকে যা পরিস্থিতি হল তাতে আমার পরবর্তীতে ক্লাবে আসতে ভয় লাগবে। নিজেকে আনসেফ মনে করছি।’
Post A Comment:
0 comments so far,add yours