বোলিংয়েও বুমরা ছাড়া কাউকে বিপজ্জনক দেখায়নি। মূল চিন্তা যে ব্যাটিং এ বিষয়ে সন্দেহ নেই। বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে সফল ব্যাটার। কিন্তু এ বার একটি সেঞ্চুরির পরই গত ম্যাচে খেই হারিয়েছেন। পারথের প্রথম ইনিংসেও ব্যর্থ হয়েছিলেন।
বুমরা কি খেলছেন না? বিরাট কোহলির ভিডিয়ো ঘিরে 'কৌতুহল'
পারথে জয় দিয়ে সিরিজ শুরু। এর মাঝে বড় প্রাপ্তি ছিল বিরাট কোহলির সেঞ্চুরি। অ্যাডিলেডে বিরাট-রোহিতরা ব্যর্থ। বোলিংয়ে জসপ্রীত বুমরা ছাড়া আর কেউই সেই অর্থে ভরসা দিতে পারেননি। তৃতীয় টেস্ট ব্রিসবেনে। আপাতত অ্যাডিলেডেই প্রস্তুতি সারছে ভারতীয় দল। নেটে ব্যাটিংয়ের পাশাপাশি হাতও ঘোরালেন বিরাট কোহলি। আর সেই ভিডিয়ো নিয়েই অনেকে মজা করে বলছেন, জসপ্রীত বুমরা কি খেলছেন না?
প্রথম টেস্ট জসপ্রীত বুমরার নেতৃত্বেই জিতেছিল ভারত। অনবদ্য বোলিং করেছিলেন জসপ্রীত বুমরা। বাকি পেসাররাও সঙ্গ দিয়েছিলেন। অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টে ব্যাটিং ব্যর্থতা। বোলিংয়েও বুমরা ছাড়া কাউকে বিপজ্জনক দেখায়নি। মূল চিন্তা যে ব্যাটিং এ বিষয়ে সন্দেহ নেই। বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে সফল ব্যাটার। কিন্তু এ বার একটি সেঞ্চুরির পরই গত ম্যাচে খেই হারিয়েছেন। পারথের প্রথম ইনিংসেও ব্যর্থ হয়েছিলেন।
Post A Comment:
0 comments so far,add yours