সাগরের কয়লাপাড়াতে তৈরি করা হলো ৩২ ফুট উচ্চতার কালী মায়ের প্রতিমা
দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের অধীন কয়লাপাড়াতে

উত্তর হারাধনপুর,দেবী মথুরাপুর, কয়লাপাড়া যুব গোষ্ঠীর পরিচালনায় কালী মায়ের পূজা উপলক্ষে তৈরি করা হলো ৩২ ফুট উচ্চতার কালী মায়ের প্রতিমা,এই বছর এই পুজো,দ্বিতীয় তম বর্ষে পদার্পণ করেছে,

সাগরের কয়লাপাড়ার হিন্দু এবং মুসলমান সবাই একসঙ্গে মিলে এই কালী পুজোটি করে,এই পুজো কমিটি আবারো একবার প্রমাণ করে দিলো ধর্ম যে যার উৎসব সবার,