নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বিজেপির জয়ের পর তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গকে মারধরের ঘটনায় এদিন প্রতিবাদ সভা করে তৃণমূল। প্রতিবাদ সভায় বিরোধীদের আক্রমণের পাশাপাশি পুলিশ ও প্রশাসনের একাংশকে তোপ দাগেন কুণাল ঘোষ। 


তখনই ছাব্বিশে বিধানসভা নির্বাচনের ফলাফল কী হতে পারে, তা নিয়ে মন্তব্য করেন।


ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কত আসন পাবে তৃণমূল? ভবিষ্যদ্বাণী কুণালের
কুণাল ঘোষ



বিধানসভা নির্বাচনের আরও বছর দেড়েক বাকি। ছাব্বিশে বিধানসভা নির্বাচনের ফলাফল কী হবে? এত আগে থেকে নির্বাচনের ফল বলা যায় না বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তা মনে করেন না। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কত পাবে, এখনই বলে দিলেন তিনি। বৃহস্পতিবার নন্দীগ্রামে এক প্রতিবাদ সভা থেকে জানিয়ে দিলেন, ছাব্বিশের নির্বাচনে কত আসন পেয়ে তৃণমূল ক্ষমতায় আসবে।

নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বিজেপির জয়ের পর তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গকে মারধরের ঘটনায় এদিন প্রতিবাদ সভা করে তৃণমূল। নন্দীগ্রাম থানা মোড়ে এই সভায় উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা শেখ সুফিয়ান ও আক্রান্ত ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ।

প্রতিবাদ সভায় বিরোধীদের আক্রমণের পাশাপাশি পুলিশ ও প্রশাসনের একাংশকে তোপ দাগেন কুণাল ঘোষ। তখনই ছাব্বিশে বিধানসভা নির্বাচনের ফলাফল কী হতে পারে, তা নিয়ে মন্তব্য করেন। একুশের নির্বাচনের চেয়ের ছাব্বিশে তৃণমূল বেশি আসন পাবে বলে তিনি ভবিষ্যদ্বাণী করেন। তৃণমূল মুখপাত্র বলেন, “২০২৬ সালে ২৫০-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন।” পুলিশ-প্রশাসনের একাংশ বাম ও বিজেপিকে সমর্থন করছে বলে তিনি দাবি করেন। তাঁদের খুঁজে বের করতে হবে বলে তিনি জানান। কুণাল বলেন, “তাঁরা সরকারকে বদনাম করার চেষ্টা করছেন ভেতর থেকে। সিপিআইএম, বিজেপির দালালি করলে সুন্দরবনে বাঘ পাহারা বা কোচবিহারে ট্রান্সফারের জন্য তৈরি থাকুন। আমরা ডেপুটেশন দেব। প্রতিবাদ করব। তারপরও যদি প্রশাসন কোনও পদক্ষেপ না করে, থানার ভেতরে চায়ের দোকান খুলে বসে থাকব।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours