ওই বৃদ্ধ পুলিশকে জানিয়েছেন, তাঁর কাছে একটি ফোন এসেছিল। তাঁকে বলা হয়, তাইওয়ান থেকে তাঁর নামে একটি পার্সেল এসেছে। মুম্বই বিমানবন্দরে পার্সেলটি বাজেয়াপ্ত করা হয়েছে। কারণ, পার্সেলে নিষিদ্ধ ড্রাগ রয়েছে।
একটা ফোন, বাড়িতে ৮ ঘণ্টা 'ডিজিটাল গ্রেফতার', তারপরই খোয়ালেন ১০ কোটি টাকা
প্রতীকী ছবি
বাড়িতেই রয়েছেন। হঠাৎ একটা ফোন। আপনাকে কোনও একটা অপরাধের কথা জানিয়ে ডিজিটাল গ্রেফতার করা হল। কয়েক ঘণ্টা বসিয়ে রাখা হল বাড়িতেই। তারপর আপনার অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হল। কয়েক ঘণ্টাতেই নিঃস্ব। ভাবছেন, এ কী করে সম্ভব? এমনই হয়েছে দিল্লির এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের সঙ্গে। ৮ ঘণ্টা বাড়িতে ডিজিটাল গ্রেফতার করে বসিয়ে রেখে তাঁর ১০ কোটির বেশি টাকা হাতিয়ে নিল প্রতারকরা।
পুলিশ জানিয়েছে, রোহিনী এলাকার সেক্টর ১০-এ স্ত্রীকে নিয়ে থাকেন বছর বাহাত্তরের অবসরপ্রাপ্ত ওই ইঞ্জিনিয়ার। এক পুলিশ অফিসার বলেন, “মনে করা হচ্ছে বিদেশ থেকে ওই অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তবে ভারতে তাদের সহযোগী রয়েছে। তারাই ওই অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের সম্পর্কে তথ্য দিয়েছে প্রতারকদের।” পুলিশ ও সাইবার ক্রাইমের আধিকারিকদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। তারাই ঘটনাটি খতিয়ে দেখছে।
ওই বৃদ্ধ পুলিশকে জানিয়েছেন, তাঁর কাছে একটি ফোন এসেছিল। তাঁকে বলা হয়, তাইওয়ান থেকে তাঁর নামে একটি পার্সেল এসেছে। মুম্বই বিমানবন্দরে পার্সেলটি বাজেয়াপ্ত করা হয়েছে। কারণ, পার্সেলে নিষিদ্ধ ড্রাগ রয়েছে। মুম্বই পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চের আধিকারিকরা তাঁর সঙ্গে কথা বলবেন বলে জানানো হয়।
Post A Comment:
0 comments so far,add yours