ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে আলোচনা প্রতিদিন হয়েই চলেছে। তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা কম হয়নি। ঐশ্বর্যর জন্মদিনে অভিষেকের শুভেচ্ছা না আসা আরও বেশি জোড়াল হয় আলোচনা। এমনকি মেয়ে আরাধ্যা বচ্চনের জন্মদিনেও কোনও শুভেচ্ছা জানাননি বাবা অভিষেক।


অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্সে সিলমোহর! প্রকাশ্যে নায়িকার গোপন ছবি?


ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে আলোচনা প্রতিদিন হয়েই চলেছে। তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা কম হয়নি। ঐশ্বর্যর জন্মদিনে অভিষেকের শুভেচ্ছা না আসা আরও বেশি জোড়াল হয় আলোচনা। এমনকি মেয়ে আরাধ্যা বচ্চনের জন্মদিনেও কোনও শুভেচ্ছা জানাননি বাবা অভিষেক। তার ফলে অনেকেই প্রশ্ন তোলেন যে স্ত্রীয়ের সঙ্গে সমস্যার জন্য নিজের মেয়েকেও ভুলে গেলেন গায়ক? তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

তবে কাকতালীয় ভাবে মেয়ের জন্মদিনে মা ঐশ্বর্যও কোনও বিশেষ পোস্ট করেননি। ফলে বোঝা যায়নি যে আদৌ তাঁরা জন্মদিন সেলিব্রেট করেছিলেন না করেননি। অবশেষে প্রকাশ্যে এল আরাধ্যার জন্মদিনের গোপন ছবি। শৈশব কাটিয়ে আরাধ্যা এখন কিশোরী। ১৬ নভেম্বর ১৩ বছরে পা দিল আরাধ্যা। প্রতি বছরের মতো এই বছরও সবাই আশা করেছিলেন বচ্চন বাড়ির অন্দরে গ্র্যান্ড সেলিব্রেশন হবে। তবে যে ছবি প্রকাশ্য়ে এসেছে সেখানে থেকে আন্দাজ করা যায় এ দিনেও মা-মেয়েই ছিলেন একে অপরের জন্য।



আরাধ্যার সাজগোজ দেখলে বোঝা যাবে তিনি অনেকটাই বড়। চোখে আইলাইনার। ঠোঁটে লিপস্টিক। পরনে গ্লিটারি ড্রেস। মেয়েকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন বিশ্বসুন্দরীর নায়িকার পরনে কালো ড্রেস। ঠোঁটে গাঢ় রঙের একটি লিপস্টিক। এই ছবিটার অপেক্ষাতেই এত দিন ছিলেন সবাই। তবে আরাধ্য়ার জন্মদিনে বচ্চন পরিবারের অনুপস্থিতি চোখ এড়ায়নি কারও। শুরু হয়েছে সমালোচনা। তাহলে সত্যিই কি বিচ্ছেদ হয়েছে তাঁদের। প্রতি বছরই জন্মদিনে তাঁদের তিন জনের ছবি দেখা যায়। জন্মদিন উপলক্ষে নাতনিকে উপহারে ভরান বিগবি। কিন্তু এবারে সেই জৌলুস দেখা গেল না বচ্চন পরিবারের কনিষ্ঠ সদস্যটির জন্মদিনে। উল্লেখ্য, এখনও পর্যন্ত নিজেদের বিচ্ছেদ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও কথা বলেননি বচ্চনদের কেউ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours