ছোটপর্দায় আবারও সঞ্চালনায় ফিরছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ১ ডিসেম্বর থেকে অভিনেত্রীকে প্রতি দিন ছোট পর্দায় দেখবেন দর্শক। আসছে সান বাংলার নতুন শো 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। এত দিন গেম শো-এর সঞ্চালিকা হিসাবে ছোট পর্দায় একাই বিরাজ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
ছোটপর্দায় সুদীপ্তা বনাম রচনা! আসছে নতুন শো '
ছোটপর্দায় আবারও সঞ্চালনায় ফিরছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ১ ডিসেম্বর থেকে অভিনেত্রীকে প্রতি দিন ছোট পর্দায় দেখবেন দর্শক। আসছে সান বাংলার নতুন শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। এত দিন গেম শো-এর সঞ্চালিকা হিসাবে ছোট পর্দায় একাই বিরাজ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে সিরিয়ালের প্রোমো। তবে কি ‘দিদি নম্বর ১’-এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে? ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রিয়্যালিটি শো-এর প্রোমো। এই শো-এ দেখা মিলবে বাংলার ঘরের লক্ষ্মীদের। অর্থাত্ বাড়ির মেয়ে বউদের। এত দিন বাংলার মেয়ে বউদের জীবনের নানা কাহিনি ধৈর্য ধরে শুনতেন রচনা। এবার কি তবে ছোটপর্দার ‘দিদি’কে টক্কর দেবেন সুদীপ্তা।
এ প্রসঙ্গে তরফে প্রশ্ন করা হয় সুদীপ্তাকে। রচনাকে টেক্কা দেওয়া প্রসঙ্গে অভিনেত্রী তথা সঞ্চালিকার উত্তর, “একটা শো যখন, আমার কাজটা আমি মন দিয়ে করার চেষ্টা করব। দিদি হতে আমার ভালোই লাগে। আমার থেকে বেশি বয়সীরাও আমাকে দিদি বলে ডাকেন, সেটা আমি ধরেই নিচ্ছি, আমাকে ভালোবেসে, বা আমার কাজকে সম্মান জানিয়ে ডাকেন। কিন্তু নাম্বারিং-এ আমি বিশ্বাস করি না, আমি শুধু আমার কাজটা করে যেতে চাই।” কোনও প্রতিযোগিতা নয় নিজে ভাল কাজ করাতে বিশ্বাসী সুদীপ্তা। ১ডিসেম্বর থেতে আবারও ছোট পর্দায় নতুন যাত্রা। অত্যন্ত আশাবাদী অভিনেত্রী।
Post A Comment:
0 comments so far,add yours