শনিবার ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরসুমের প্রথম কলকাতা ডার্বি। তার আগে জানা গেল, নতুন বছরে কবে আইএসএলের মঞ্চে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি।
শনিবার সল্টলেক স্টেডিয়ামে আইএসএলের কলকাতা ডার্বিতে নামবে ইস্ট-মোহন। লাল-হলুদ শিবিরের হোম ম্যাচ এটি। ফিরতি লেগে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বড় ম্যাচ। ২০২৫ সালের ১১ জানুয়ারি হবে আইএসএলের এ মরসুমের দ্বিতীয় কলকাতা ডার্বি।
এই দুই ডার্বির পাশাপাশি কলকাতার দুই ক্লাব ইস্টবেঙ্গল ও মহমেডানের প্রথম লেগের ম্যাচ ৯ নভেম্বর। তা হবে সল্টলেক স্টেডিয়ামে। এবং চলতি আইএসএলের দ্বিতীয় লেগে মহমেডান ও ইস্টবেঙ্গলের ম্যাচ হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।
ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরসুমে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে বেঙ্গালুরু এফসি। তাদের পয়েন্ট ১০। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পঞ্জাব এফসি। তিনে জামশেদপুর এফসি। ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে মোহনবাগান। ৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে মহমেডান। আর ৪টি ম্যাচ খেলে ৪টিতেই হেরে শূন্য ঝুলি লাল-হলুদের। পয়েন্ট টেবলের ১৩ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল।
Post A Comment:
0 comments so far,add yours