টি-২০ বিশ্বকাপে এ বার টিম ইন্ডিয়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। এরপর থেকে ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে যে হরমনে ভরসা এ বার ছাড়তে হবে। মিতালি রাজের পর তিন ফর্ম্যাটেই ভারতীয় মহিলা ক্রিকেট টিমের (Indian Women's Cricket Team) ক্যাপ্টেন হরমনপ্রীত।
হরমনপ্রীত কৌরের আসন টলমল! ৩ ক্রিকেটার যাঁরা হতে পারেন ভারতের নতুন ক্যাপ্টেন
হরমনপ্রীত কৌরের আসন টলমল! ৩ ক্রিকেটার যাঁরা হতে পারেন ভারতের নতুন ক্যাপ্টেন
ভারতীয় মহিলা ক্রিকেট টিমে সত্যিই কি হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) অধ্যায় অতীত হওয়ার পথে? টি-২০ বিশ্বকাপে এ বার টিম ইন্ডিয়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। এরপর থেকে ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে যে হরমনে ভরসা এ বার ছাড়তে হবে। মিতালি রাজের পর তিন ফর্ম্যাটেই ভারতীয় মহিলা ক্রিকেট টিমের (Indian Women’s Cricket Team) ক্যাপ্টেন হরমনপ্রীত। কিন্তু দলকে তিনি বিশ্বকাপ জেতাতে পারেননি। ভারতীয় কিংবদন্তি মিতালি রাজও সম্প্রতি বলেছেন, ‘নেতৃত্বের জন্য নির্বাচকরা পরিবর্তনের পথে হাঁটতে চাইলে, আমি চাই কোনও নতুন মুখ আসুক। কোনও তরুণকে নেতৃত্ব দেওয়া হোক।’ এই পরিস্থিতিতে আলোচনা চলছে হরমনপ্রীত কৌরের পর ভারতের মহিলা ক্রিকেট টিমের নতুন ক্যাপ্টেন কে হতে পারেন। উঠে আসছে তিনটে নাম। কারা তাঁরা?
স্মৃতি মান্ধানা – ভারতের মহিলা ক্রিকেটের কুইন বলে পরিচিত তিনি। নতুন মুখ নন। অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে। একইসঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেট টিমকে ১৩ টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে স্মৃতির। ওডিআই ও টেস্টে তিনি ভারতের হয়ে কোনও ম্যাচে নেতৃত্ব দেননি। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁর হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিলে ভুল করবে না। কারণ, ভারতের অন্যতম ভরসাযোগ্য ক্রিকেটার তিনি। উইমেন্স প্রিমিয়ার লিগে তাঁর নেতৃত্বে এ বছর আরসিবি চ্যাম্পিয়নও হয়েছে।
জেমাইমা রডরিগজ – যদি কোনও তরুণের হাতে নেতৃত্বের দায়ভার দেওয়ার কথা ভাবে জেমাইমা, তা হলে সেক্ষেত্রে এগিয়ে রাখা যাবে জেমাইমা রডরিগজকে। টেকনিক থেকে শুরু করে আগ্রাসণ সব দিকেই এগিয়ে জেমি। বছর ২৪ এর এই আগ্রাসী ব্যাটার উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়ক হিসেবে খেলেছেন। পরবর্তী মরসুমে তাঁকে দিল্লির নেতৃত্ব দেওয়া হতে পারে শোনা যাচ্ছে। ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজও দেশের পরবর্তী ক্যাপ্টেন হওয়ার দৌড়ে স্মৃতির থেকে এগিয়ে রেখেছেন জেমাইমাকে।
Post A Comment:
0 comments so far,add yours