আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। তিনি আরও জানিয়েছেন, ঝড় আছড়ে পড়ার সময় পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ থাকবে ১২০ কিমি প্রতি ঘণ্টা।

 লোডশেডিং, যানজট, জমা জল- কোন পরিস্থিতি নিয়ে সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর
সাইক্লোন দানার আপডেট

 ক্রমে স্থলভাগের সঙ্গে দূরত্ব কমছে সাইক্লোন দানা-র। হু হু করে এগিয়ে আসছে ‘দানা’ দানব। ওড়িশার উপকূলে মূলত ঝড় আছড়ে পড়বে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। তবে এই ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গের। কয়েক ঘণ্টা পর পরই সাইক্লোনের আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে সবথেকে বেশি প্রভাব পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।


আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। তিনি আরও জানিয়েছেন, ঝড় আছড়ে পড়ার সময় পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ থাকবে ১২০ কিমি প্রতি ঘণ্টা।

কী কী ক্ষতি হতে পারে, সেই বর্ণনা দিতে গিয়ে আলিপুরের অধিকর্তা বলেন, গাছ ভেঙে পড়তে পারে জায়গায় জায়গায়। বিদ্যুৎ পরিষেবা বন্ধ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ লোডশেডিং হতে পারে দক্ষিণবঙ্গের একটা বড় অংশ জুড়ে।



কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তা- ক্ষতির মুখে পড়তে পারে সব জায়গাই। ছোট গাছ বা সবজির ব্যাপক ক্ষতি হতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়া, শহরাঞ্চলে নীচু এলাকায় জল জমতে পারে অতিরিক্ত বৃষ্টির কারণে। ট্রাফিকের অবস্থা খারাপ হতে পারে বলেও জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সোমনাথ দত্ত। হাওয়া অফিসের আশঙ্কা, ছোট ছোট ধস নামতে পারে বিভিন্ন জায়গায়। বসে যেতে পারে জমি বা রাস্তাও।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours