রাত ৮টার পর থেকে যাঁরা লোকাল ট্রেনে যেতে পারবেন না, তাঁদের সুবিধার্থে রাজ্য পরিবহন দফতর বিশেষ সার্ভিস চালু করেছে শিয়ালদহ স্টেশন থেকে। যে সব রুটে ট্রেন বন্ধ থাকঠে, সেই সব রুটে রাত ৮টার পর বিশেষ বাস পরিষেবা চালু হয়েছে।



 শিকলে বাঁধা হল ট্রেন, বনগাঁর ট্রেন চললেও, বন্ধ 'সাউথ' লাইন
শিকলে বাঁধা ট্রেন


কলকাতা: হাজার হাজার মানুষের যাতায়াত এই স্টেশনে। ভোর থেকে রাত একেবারে গমগম করতে থাকে গোটা স্টেশন। শুধুই মাথা আর মাথা দেখা যায় অফিস টাইমে। তবে বৃহস্পতিবার ছবিটা একেবারে আলাদা। ঝড় আসার আগে উপকূল যেমন থমথমে, তেমনই শুনশান শিয়ালদহ স্টেশন। প্লাটফর্মে না আছে কোনও যাত্রী, না লাইনে আছে কোনও ট্রেন। সাইক্লোন দানা-র আতঙ্কে রাত ৮টার পর থেকে একাধিক লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকার কথা আগেই জানানো হয়েছে।

এদিন সন্ধ্যায় জানা গেল রাত ৮টার পর বনগাঁ শাখার ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। তবে হাসনাবাদ ও শিয়ালদহ দক্ষিণ শাখায় রাত ৮টা থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। শেষ ট্রেন হাসনাবাদ স্টেশন ছেড়ে গিয়েছে সন্ধ্যা সাড়ে ৭টায়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours