বিগত দেড় বছর ধরে নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে বচ্চন পরিবার। কখনও অভিষেক ঐশ্বর্যার বিচ্ছেদের খবর আবার কখনও বা জয়া-ঐশ্বর্যার বিবাদ---উঠে আসছে পেজ থ্রির শিরোনামে।
বচ্চন পরিবারে বাড়ল 'সদস্য', অমিতাভের জন্মদিনেই নিঃশব্দে এল কে? 

অমিতাভের জন্মদিনেই এন্ট্রি হল কার?


বিগত দেড় বছর ধরে নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে বচ্চন পরিবার। কখনও অভিষেক ঐশ্বর্যার বিচ্ছেদের খবর আবার কখনও বা জয়া-ঐশ্বর্যার বিবাদ—উঠে আসছে পেজ থ্রির শিরোনামে। তবে এই সবের মধ্যেই বচ্চন পরিবারে বাড়ল ‘সদস্য’। নিজের জন্মদিনে যা নিজেকেই উপহার দিলেন খোদ বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন।

কিছু দিন আগেই ৮২ বছর পূর্ণ করলেন অমিতাভ বচ্চন। আর ওই বিশেষ দিনে তিনি কিনে আনলেন বিএমডব্লিউ আই ৭ লাক্সারি সিডান। যার এই মুহূর্তে বাজারমূল্য ২ কোটি ৩ লক্ষ টাকা। গাড়ির প্রতি বরাবরই ভালবাসা রয়েছে অমিতাভের। বাড়ির সদস্যর মতোই যত্ন নেন তাঁর বিপুল সম্ভারের। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। গাড়ির রঙ ধুসর। ইতিমধ্যেই সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন তিনি। সেই ছবি ধরা পড়েছে পাপারাৎজির ক্যামেরাতেও।

প্রসঙ্গত, বচ্চন পরিবারের অন্দরে নাকি ঝড় উঠেছে, শোনা যাচ্ছে তেমনটাই। সম্প্রতি অমিতাভের জন্মদিনে তাঁর শো কেবিসিতে একটি ছবির কোলাজ চালানো হয়। সেই কোলাজে কোথাও নেই বৌমা ঐশ্বর্যার ছবি। এর পরেই গুঞ্জন হয় জোরালো। তবে কি সম্পর্ক শেষ তাঁদের? শোনা যাচ্ছে তেমনটাই। এও শোনা যাচ্ছে, এখনই নাকি বিচ্ছেদের পথে হাঁটবেন না তাঁরা। আলাদা থাকলেও বচ্চন পরিবারের সম্মান বাঁচাতে কেউই ডিভোর্স ফাইল করবেন না।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours