যদিও নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা বলতে রাজি নন তাঁরা। তবে কেরিয়ারে তিনি যে নিজেকে নতুনভাবে আবিষ্কার করছেন, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতিতে একাধিকবার সেই প্রসঙ্গে মুখ খোলেন নীলাঞ্জনা।
'
সবটাই ওলটপালট হয়ে যায়', বিচ্ছেদের জল্পনার মাঝেই নীলাঞ্জনার ইঙ্গিতবহ পোস্ট?
যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তর বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে। বেশ কিছু দিন হল সেনগুপ্ত পদবী ব্যবহার করছেন না নীলাঞ্জনা। তারপর থেকেই সেই জল্পনা আরও তুঙ্গে। যদিও নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা বলতে রাজি নন তাঁরা। তবে কেরিয়ারে তিনি যে নিজেকে নতুনভাবে আবিষ্কার করছেন, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতিতে একাধিকবার সেই প্রসঙ্গে মুখ খোলেন নীলাঞ্জনা। এবারও তার ব্যতিক্রম হল না। সোশ্যাল মিডিয়ায় করলেন এক ইঙ্গিতবহ পোস্ট। যেখানে তিনি লিখলেন, ‘জীবনের ট্র্যাজেডি অনভিপ্রেত। যখন কিছু সাময়িকভাবে ঘটে, সবটাই ওলটপালট হয়ে যায়। তবে এটার একটা ভাল দিক হল, এই সময়টা তুমি নিজের ব্যক্তিগত উন্নতির দিকে নজর দিতে পারো। যা একপ্রকার পুনর্জন্মের মতোই।’
তবে এই প্রথম নয়, আগেও এই প্রসঙ্গে মুখ খোলেন নীলাঞ্জনা। কিছু দিন আগে একটি পডকাস্টে হাজির হতে দেখা গিয়েছে নীলাঞ্জনাকে। সেখানেও তিনি বলেছিলেন, “প্রথমবার কেরিয়ার ছেড়েছিলাম ভালবাসে। মুম্বই ছেড়ে কলকাতা চলে এসেছিলাম। (প্যাহেলিবার কিয়া থা, প্যায়ার কে লিয়ে, বম্বে ছোড়কে আগ্যায়ী ম্যায় ক্যালকাটা) তারপর আবারও ফিরে গিয়ে বম্বেতে টেলিভিশন কাজ করার কথা ভাবিনি। যদিও আমার কাছে সে অপশন অবশ্য ছিল। আমি একথা মাকেও বলেওছিলাম, মা বললেন, করার দরকার নেই।” তার পর অবশ্য আবারও নিজের প্রযোজনা সংস্থা খুলেছিলেন তিনি। কিন্তু সে সময় মেয়েরা বড় হচ্ছিল সেই সঙ্গে কাজের জন্য স্বামী অর্ধেক সময় শহরে না থাকায় সে ভাবে কাজটা আর এগিয়ে যাননি। তবে প্রযোজক হিসাবে সেকেন্ড ইনিংসে বেশ নজর কেড়েছেন নীলাঞ্জনা। তাঁর প্রযোজিত সিরিয়ালগুলি দর্শকের এখন প্রিয়র তালিকায়।
Post A Comment:
0 comments so far,add yours