নদী বাঁধ নিয়ে ক্ষোভ নামখানার নাদাভাঙ্গা গ্রামে

মাটির বাঁধ নিয়ে ক্ষোভ এলাকাবাসীদের। দুর্যোগ এলে বাঁধ সারানো নিয়ে ক্ষোভ। দীর্ঘদিন ধরেই বেহাল নদী বাঁধ, একদিকে মুড়িগঙ্গা অন্যদিকে হাতানিয়া - দোয়ানিয়া নদী। এই দুই নদীর মোহনা এলাকায় একটি গ্রাম নাদাভাঙ্গা এই গ্রামে মাটির বাঁধ নিয়ে ক্ষোভ এলাকাবাসীর। দুর্যোগ এলেই ঘর ছাড়তে হয়। গ্রামের মানুষ নিজেদের ভিটে মাটি ঘর ছেড়ে আশ্রয় নিতে হয় ফ্লাড সেন্টারে। ভাঙ্গা বাঁধ থেকে জল ঢুকে বহুবার প্লাবিত হয় এই এলাকার মানুষের চাষের জমি।
 কিছু দিন আগে এই এলাকার বাঁধের কাজ করতে গিয়ে একটি জেসিবি জলে তলিয়ে যায় তার পরের দিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী গেলে গ্রামের মানুষ মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘূর্ণিঝড় ডানা এলে এবারও ঘর ছেড়ে স্কুল বাড়ি বা ফ্লাড সেন্টারে আশ্রয় নেবেন গ্রামের মানুষজন। বাঁধ এর অবস্থা সংকট জনক তাই রাত জেগে থাকেন ওই এলাকার সমস্ত বাসিন্দারা। 


স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours