বারুইপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে কোচিং সেন্টার চালাতেন ওই গৃহশিক্ষক। সেখানেই নাবালিকা পড়তে যেত। অভিযোগ, মানসিক চাপ তৈরি করে গত তিন চার মাস ধরে নাবালিকার ওপর নির্যাতন চালাতেন অভিযুক্ত।
কোচিং সেন্টারে দিনের পর দিন ছাত্রীকে 'ধর্ষণ', গ্রেফতার শিক্ষক
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
দক্ষিণ ২৪ পরগনা: রেল কোয়ার্টারের কোচিং সেন্টারে ধর্ষণের অভিযোগ। বাবা-মাকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে দিনের পর দিন ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কাঠগড়ায় গৃহশিক্ষক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারুইপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে কোচিং সেন্টার চালাতেন ওই গৃহশিক্ষক। সেখানেই নাবালিকা পড়তে যেত। অভিযোগ, মানসিক চাপ তৈরি করে গত তিন চার মাস ধরে নাবালিকার ওপর নির্যাতন চালাতেন অভিযুক্ত। নাবালিকা প্রথমে বাড়িতে কিছু জানায়নি। কিন্তু আচরণে অস্বাভাবিকত্ব লক্ষ্য করায় বাবা-মা চাপ দিতে থাকেন। তখন বাবা-মায়ের কাছে গোটা বিষয়টি খুলে বলে নাবালিকা।
এরপরই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রীর বাবা-মা। ধীরে ধীরে নাবালিকা মানসিক অবসাদে চলে যায়। তাকে কাউন্সিলিং করাতে হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, কোচিং সেন্টারে একাধিক মেয়ের সঙ্গে এই ধরনের জঘন্য কাজ করেছেন শিক্ষক। অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ।
Post A Comment:
0 comments so far,add yours