ফলো অন খেয়ে তুলনামূলক ভালো ব্যাট করছে নিউজিল্যান্ড। তবে শ্রীলঙ্কার কাছে ক্লিনসুইপ যেন সময়ের অপেক্ষা। এর মাঝেই অবশ্য বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন ফ্যাব ফোরের গুরুত্বপূর্ণ সদস্য কেন উইলিয়ামসন।
চার ঘণ্টায় দু-বার আউটেও বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন উইলিয়ামসন
এশিয়া সফর হতাশার কাটছে নিউজিল্যান্ডের। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচটি ভেস্তে গিয়েছিল। শ্রীলঙ্কা সফরে আরও বড় বিপর্যয়। প্রথম টেস্ট হেরে এমনিতেই বেকায়দায়। দ্বিতীয় টেস্টে ৬০০-র উপর রান করে দান ছেড়েছিল শ্রীলঙ্কা। জবাবে মাত্র ৮৮ রানেই অলআউট হয়ে যায় কিউয়িরা। ফলো অন খেয়ে তুলনামূলক ভালো ব্যাট করছে নিউজিল্যান্ড। তবে শ্রীলঙ্কার কাছে ক্লিনসুইপ যেন সময়ের অপেক্ষা। এর মাঝেই অবশ্য বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন ফ্যাব ফোরের গুরুত্বপূর্ণ সদস্য কেন উইলিয়ামসন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫৩ বল খেলেন কেন উইলিয়ামসন। অবশেষে প্রভাব জয়সূর্যর বোলিংয়ে মাত্র ৭ রানেই ফেরেন। ফলো অন খেয়ে দ্বিতীয় ইনিংসে অবশ্য কিছুটা লড়াই করেন কেন। ডেভন কনওয়ের সঙ্গে ৯৭ রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন। যদিও অপরাজিত থাকতে পারেননি। চার ঘণ্টার মধ্যে দু-বার আউট হন কেন উইলিয়ামসন। এর মাঝেই টেস্টে রান সংগ্রহের তালিকায় বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন কেন উইলিয়ামসন।
Post A Comment:
0 comments so far,add yours