আয়ারল্যান্ডকে হারিয়ে যাত্রা শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারানোয় ভারত সুপার এইটের পথে এগিয়ে গিয়েছে অনেকটাই। ওই ম্যাচের নায়ক যেমন জসপ্রীত বুমরা, তেমনই দুরন্ত পারফর্ম করেছেন ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল ও মহম্মদ সিরাজ।
ছক কষে পাকিস্তানকে হারিয়েছে ভারত, চার-ইয়ারি কথায় ফাঁস হয়ে গেল স্ট্র্যাটেজি
পাকিস্তানের বিরুদ্ধে লো-স্কোরিং ম্যাচে ভারত যে জিতবে, অনেকেই আশা করেননি। কিন্তু রোহিত শর্মার টিম কার্যত চমকে দিয়েছে বিশ্বকাপে। আয়ারল্যান্ডকে হারিয়ে যাত্রা শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারানোয় ভারত সুপার এইটের পথে এগিয়ে গিয়েছে অনেকটাই। ওই ম্যাচের নায়ক যেমন জসপ্রীত বুমরা, তেমনই দুরন্ত পারফর্ম করেছেন ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল ও মহম্মদ সিরাজ। এই তিনজনের ইন্টারভিউ নিলেন যুজবেন্দ্র চাহাল। ভারতীয় লেগস্পিনার এমন ইন্ডারভিউয়ের সময় মজার প্রশ্ন করেন। খুনসুটি করেন। সেই মোডেই নিয়েছেন তিন সতীর্থর সাক্ষাৎকার। চাহাল টিভিতে কী বললেন বন্ধুরা?
ইমাদ ওয়াসিমকে আটকানোর ছক অক্ষর প্যাটেল বলেছেন, ‘ওর রেঞ্জে বল না করাটাই ঠিক লক্ষ্য। যাতে মিড উইকেট দিয়ে আমাকে ছয় না মারতে পারে। সেই কারণে আমি ক্যাপ্টেনের সঙ্গে কথা বলি। রোহিত ভাইকে বলি, পয়েন্টে আমার একটা ফিল্ডার দরকার। যাতে কাট মারাটাও ওর পক্ষে সহজ না হয়। এমনিতে কাট শটটা কঠিন। তাও যদি মেরে দেয়, অসুবিধা নেই। সেই কারণেই আমি ওকে কাট করানোর দিকে নিয়ে গিয়েছিলাম।’
শুধু আক্রমণাত্মক খেলার পরিকল্পনাই সাজিয়েছিলেন ঋষভ পন্থ ভারতীয় টিমের কিপার বলেছেন, ‘আমার মাথায় খুব একটা ভাবনা ছিল না। আমি ইতিবাচক মনোভাব নিয়ে হিট করার চেষ্টা করে গিয়েছি। ভারত-পাকিস্তান ম্যাচ সব সময় চাপের। যখন চার নম্বরে ব্যাট করার জন্য অক্ষর ক্রিজে এসেছিল, ও আইপিএলে তিন-চারটে জায়গায় ব্যাট করেছে। ফলে টিমেরই কোনও ছেলে যখন ব্যাট করতে আসে, ব্যাপারটা অনেক সহজ হয়। খুব সহজে টিমকে এগিয়ে নিয়ে যেতে পারছিলাম ওই সময়টা।’
টেলএন্ডারদের বল করার স্ট্র্যাটেজি মহম্মদ সিরাজ বলছেন, ‘আইপিএলের সময়ও আমি নেটে প্রচুর বল করেছি। শেষ দিকে টেলএন্ডারদের থেকে রান এলে সেটা মুশকিল তৈরি করে। ম্যাচের পরে বুঝতে পারি, আমার দেওয়া রান টিমের পক্ষে কতটা ক্ষতিকারক হয়ে যায়। সে দিক থেকে দেখলে আমি নিজের পারফরম্যান্সে খুব খুশি।’
Post A Comment:
0 comments so far,add yours