দিঘা, পুরীর ট্রেন সহ একটানা বাতিল অনেক ট্রেন


খড়্গপুর ডিভিশনের অধীন আন্দুল স্টেশনে টানা ১০ দিন ধরে চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ। সোমবার নতুন এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী হাওড়া-দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ৩০ জুন থেকে ২ জুলাই এবং ৬ জুলাই থেকে ৮ জুন বাতিল থাকবে৷ ৬ থেকে ৮ জুলাই বাতিল থাকবে কান্ডারি এক্সপ্রেস৷ ৬ থেকে ৮ জুলাই পর্যন্ত বাতিল থাকবে পুরী হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস৷ ৫ থেকে ৭ জুলাই বাতিল থাকবে পুরী থেকে শালিমারগামী ধৌলি এক্সপ্রেস৷ শালিমার থেকে পুরীগামী ধৌলি বাতিল থাকবে ৬ থেকে ৮ জুলাই৷

 আরও বাতিল থাকছে ৬ থেকে ৮ জুলাই পর্যন্ত শালিমার থেকে বাঁকুড়ার মধ্যে চলাচলকারী আরণ্যক এক্সপ্রেস৷ ৩০ জুন থেকে ২ জুলাই এবং ৬ থেকে ৮ জুলাই পর্যন্ত বাতিল থাকবে সাঁতরাগাছি এবং পুরুলিয়ার মধ্যে চলাচলকারী পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনটি৷ ৬ থেকে ৮ জুলাই হাওড়া থেকে বাতিল থাকবে ইস্পাত এক্সপ্রেস৷ ফিরতি পথে ৭ জুলাই বাতিল থাকবে ট্রেনটি৷ ৬ জুলাই বাতিল থাকবে হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস৷ ৬ থেকে ৮ জুলাই পর্যন্ত বাতিল থাকবে টাটা থেকে হাওড়ার মধ্যে চলাচলকারী স্টিল এক্সপ্রেসও৷ এ ছাড়াও ওই সময়ের মধ্যে আজাদ হিন্দ এক্সপ্রেস সহ আরও একগুচ্ছ মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে৷ 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours