পাথর প্রতিমা ব্লকে, ১৩ বছরের নাবালককে কুমির টেনে নিয়ে গেল নদীতে

দক্ষিণ ২৪ পরগণা জেলার পাথরপ্রতিমা ব্লকের জি_প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকায় নদীতে দোন ফেলতে গেলে, কুমিরে টেনে নিয়ে গেলো এক নাবালকে। নাবালকের নাম মানিক ভোক্তা বয়স ১৩, বাবার নাম হুকুম ভোক্তা। বাড়ি দাসপুর এলাকায়।

স্থানীয় সুত্রে খবর মানিক তার বাবার সাথে প্রায় কাঁকড়া ধরতে যায়। সেই মত সোমবার দুপুরে বাবার সাথে সুন্দরবনের ধনচি নদীর তীরে কাঁকড়া ধরতে গিয়েছিলো। আচমকা সন্ধ্যার একটু আগে, ছেলে মানিক ভোক্তার উপরে হটাৎ আক্রমণ করে একটি কুমির। কিছু বুঝে ওঠার আগেই ছেলেটিকে নদীতে টেনে নিয়ে যায় কুমীরটি। তারপর থেকে নিখোঁজ রয়েছে ছেলেটি।

 ইতিমধ্যে গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ বন দপ্তরে কর্মীরা লঞ্চ এবং ট্রলার নিয়ে নদীতে খোঁজা শুরু করেছে। তবে সন্ধ্যা ৭টায পর্যন্ত ওই নাবালকের কোন খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours