জানা গিয়েছে, কাঁচড়াপাড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের সূর্যনগর কলোনী এলাকার বাসিন্দা সুনীল সাউ। তিনি এবং তাঁর স্ত্রী থাকেন সেখানে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুই দুষ্কৃতী সুনীল সাউয়ের বাড়িতে ঢোকে। ঘরের টিন কেটে ভিতরে ঢুকে চুরি করে সমস্ত সামগ্রী।

কাঁচড়াপাড়ায় চুরি, হাতেনাতে ধরে ফেলায় গৃহকর্তাকে খালে ফেলে খুন
কাঁচড়াপাড়ায় মৃত্যু

কাঁচড়াপাড়া: ঘরে কেউ নেই। সেই সুযোগকেই কাজে লাগিয়েছিল চোরেরা। আর তারপর মর্মান্তিক ঘটনা। চোরেদের কীর্তি হাতে নাতে ধরে ফেলতেই গৃহকর্তাকে বেধড়ক মারধর। শুধু তাই নয়, তাঁকে খালের জলে ফেলে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ার ঘটনা।


জানা গিয়েছে, কাঁচড়াপাড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের সূর্যনগর কলোনী এলাকার বাসিন্দা সুনীল সাউ। তিনি এবং তাঁর স্ত্রী থাকেন সেখানে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুই দুষ্কৃতী সুনীল সাউয়ের বাড়িতে ঢোকে। ঘরের টিন কেটে ভিতরে ঢুকে চুরি করে সমস্ত সামগ্রী।


পরিবার সূত্রে খবর, সেই সময়ই কাজ সেরে বাড়ি ফিরে চুরি করতে দেখে ফেলেন সুনীল সাউ। চোরেদের হাতেনাতে ধরেও ফেলেন তিনি। অভিযোগ, দুষ্কৃতী তাঁকে সেই সময় বেধড়ক মারধর করে। ঘরের পাশেই নর্দমায় ফেলে দেয়। এরপর প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। বাকি সঙ্গীর খোঁজ চালাচ্ছে বীজপুর থানার পুলিশ। এ প্রসঙ্গে ডি সি নর্থ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গণেশ বিশ্বাস বলেন, “বীজপুর থানার অন্তর্গত একটি বাড়িতে বাড়ির লোকের অনুপস্থিতে ঘরে ঢোকে চোর। মালিক চলে আসার পর বুঝতে পারে ঘরে কেউ ঢুকেছে। এরপর একজন পালানোর চেষ্টা করলে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। তারপর বাড়ির পাশের নালা খালে পড়ে যায়। পরে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। উনি রাজমিস্ত্রির কাজ করতেন। একজনকে গ্রেফতার করেছি।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours