বরুণ দাস আরও যোগ করেন, 'ইন্ডিয়াস টাইগার্স ও টাইগ্রেস, যা বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিভার খোঁজ, এর পাশাপাশি একটা ডিজিটাল মাধ্যম আমরা চালু করছি যা ফুটবল নাইন (Football9)। জার্মানির সবচেয়ে বড় ফুটবল ইভেন্ট দেখে এই ইচ্ছেটা আরও তীব্র হয়েছে। আমি নিশ্চিত, ভারতে ফুটবল প্রতিভা খোঁজের সাফল্যের জন্য জার্মান ফুটবল সংস্থার সঙ্গ আমাদের দারুণ ভাবে সাহায্য করবে এবং ফুটবলে ভারতবর্ষ বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠবে।'

বার্লিনে জার্মান কাপ ফাইনালে বড় ঘোষণা টিভি নাইন নেটওয়ার্কের MD ও CEO বরুণ দাসের

ডিএফবি পোকাল কাপ, যা জার্মান কাপ নামেও পরিচিত, এর ফাইনালে উপস্থিত ছিলেন টিভি নাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস। তিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং বড় ঘোষণা করেন তিনি। বার্লিনে হয়েছে জার্মান কাপ ফাইনাল। শুধুমাত্র জার্মানিই নয়, বিশ্বের অন্যতম সেরা ক্লাব ফুটবল টুর্নামেন্ট জার্মান কাপ। তেমনই ভারতের সবচেয়ে বড় টেলিভিশন নিউজ নেটওয়ার্ক 


গত ২৫ মে বার্লিনে জার্মান কাপ ফাইনালে টিভি নাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস ঘোষণা করেন, আগামী হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে (WITT) সামিট অনুষ্ঠিত হবে জার্মানিতে। এ বছর অগস্ট-সেপ্টেম্বরে আন্তর্জাতিক স্তরে এই সামিট হবে। শুধু তাই নয়, টিভি নাইন ইন্ডিয়ান টাইগার্স অ্যান্ড টাইগ্রেস, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিভার খোঁজেরও (অনূর্ধ্ব ১৪ ছেলে এবং মেয়ে) ঘোষণা করেন বরুণ দাস। পাশাপাশি, ফুটবলে আরও একটি উদ্যোগ নিতে চলেছে টিভি নাইন। তারও ঘোষণা করেন সেখানেই। ফুটবলের প্রচার ও প্রসারে টিভি নাইন একটি ডিজিটাল প্লাটফর্ম চালু করতে চলেছে যার নাম, ফুটবল নাইন (Football9)। এর মাধ্যমে ভারতে জার্মান ফুটবলেরও জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্য থাকবে।

জার্মান কাপ ফাইনালে একটি অনুষ্ঠানে টিভি নাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস ছাড়াও ছিলেন জার্মানিতে ভারতের রাষ্ট্রদূত পার্বতানেনি হরিশ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জার্মান ফুটবল সংস্থার (DFB) সভাপতি বার্নাড নুয়েনডর্ফ, অস্ট্রিয়ায় ইন্ডিয়া ফুটবল সেন্টারের প্রতিষ্ঠাতা জেরাল্ড রিডেল এবং ভারতবর্ষ ও জার্মানির বিশেষ ব্যক্তিত্ব।


জার্মানি ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টের দিনে এই ঘোষণাগুলি সম্পর্কে বরুণ দাস বলেন, ‘এ বছর আমরা প্রথম আন্তর্জাতিক স্তরে টিভি নাইন হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের সাক্ষী থাকব। শুরুটা হবে জার্মানিতে। এর মাধ্যমে দু-দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। মিডিয়া, বিনোদন এবং ফুটবলের মাধ্যমে টেকনোলজি, অর্থনীতি, বিনিয়োগের দিক থেকেও উন্নতি হবে দু-দেশের।’

বরুণ দাস আরও যোগ করেন, ‘ইন্ডিয়াস টাইগার্স ও টাইগ্রেস, যা বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিভার খোঁজ, এর পাশাপাশি একটা ডিজিটাল মাধ্যম আমরা চালু করছি যা ফুটবল নাইন (Football9)। জার্মানির সবচেয়ে বড় ফুটবল ইভেন্ট দেখে এই ইচ্ছেটা আরও তীব্র হয়েছে। আমি নিশ্চিত, ভারতে ফুটবল প্রতিভা খোঁজের সাফল্যের জন্য জার্মান ফুটবল সংস্থার সঙ্গ আমাদের দারুণ ভাবে সাহায্য করবে এবং ফুটবলে ভারতবর্ষ বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠবে।’

জার্মানিতে ভারতের রাষ্ট্রদূত পার্বতেনানি হরিশ বলেন, ‘জার্মানির সঙ্গে এমনিই আমাদের সম্পর্ক খুবই ভালো। জার্মানি আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারও। ব্যবসায়ীক দিক থেকেও ইউরোপে ভারতের সবচেয়ে বড় সঙ্গী জার্মানি। দু-দেশের বাণিজ্যের ক্ষেত্রে আরও অনেক উদ্যোগ নেওয়া যায়। টেকনোলজি ও প্রতিভার বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে জার্মানি। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে। ভারতের ছাত্ররা এখান থেকে টেকনোলজির পাঠ নিয়ে নিজেদের আরও দক্ষ করে তুলতে পারবে। টিভি নাইন যে উদ্যোগ নিয়েছে তাতে দুই দেশকে আরও কাছাকাছি আনবে।’

জার্মান ফুটবল সংস্থার (DFB) সভাপতি বার্নাড নুয়েনডর্ফ বলেন, ‘আমাদের কাছে এটা খুবই গর্বের যে ভারতের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্কের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। এর মাধ্যমে ভারতে জার্মান ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়বে। শুধু তাই নয়, ফুটবলে নতুন প্রজন্মর উঠে আসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই উদ্যোগ। টিভি নাইনের প্রতি কৃতজ্ঞ যে, হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সামিট এ বার জার্মানিতে হবে।’

অস্ট্রিয়ায় ইন্ডিয়া ফুটবল সেন্টারের প্রতিষ্ঠাতা জেরাল্ড রিডেল বলেন, ‘ভারতের সহযোগিতায় ফুটবল প্রতিভার খোঁজের জন্য মুখিয়ে রয়েছে আমাদের সংস্থা। এটিই বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিভার খোঁজ। আমাদের বিশ্বাস, টিভি নাইনের এই উদ্যোগের ফলস্বরূপ একদিন ভারতবর্ষও ফুটবল বিশ্বকাপে খেলবে। আমাদের লক্ষ্য এটাই।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours