অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে রয়েছে সোনা কেনার চল। এই দিনে সোনা কিনলে ঘরে আরও সমদ্ধি হয় বলেই বিশ্বাস অনেকের। আপনিও যদি এতে বিশ্বাস করেন, তবে আপনার জন্য় রয়েছে দারুণ খবর। আজ আরও সস্তা হল সোনা।

সদয় লক্ষ্মী, অক্ষয় তৃতীয়াতেই কমে গেল সোনার দাম, এরপরও সুযোগ মিস করবেন?
প্রতীকী চিত্র

আজ অক্ষয় তৃতীয়া। সকাল থেকেই মন্দিরে লম্বা লাইন। চলছে লক্ষ্মী-গণেশের আরাধনা। বাড়ি, দোকানপাটও সাজিয়ে তোলা হয়েছে। অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে রয়েছে সোনা কেনার চল। এই দিনে সোনা কিনলে ঘরে আরও সমদ্ধি হয় বলেই বিশ্বাস অনেকের। আপনিও যদি এতে বিশ্বাস করেন, তবে আপনার জন্য় রয়েছে দারুণ খবর। আজ আরও সস্তা হল সোনা। পরপর তিনদিন ধরে কমল সোনার দাম। তবে আজ সামান্য বেড়েছে রুপোর দাম। আজকের সোনা-রুপোর দাম কত রয়েছে, জেনে নিন-


২২ ক্যারেটের সোনার দাম-
আজ, ১০ মে ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬১৪ টাকা।

১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬ হাজার ১৪০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।


১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৬১ হাজার ৪০০ টাকা। একদিনে দাম কমেছে ১০০ টাকা।

২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২১৫ টাকা।

২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ১৫০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা কমেছে দাম।

১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ২১ হাজার ৫০০ টাকা। একদিনে দাম কমেছে ১০০ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪১১ টাকা।

১০ গ্রাম সোনার দাম পড়বে ৫৪ হাজার ১১০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।

১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৪১ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-
আজ সোনার দাম কমলেও, রুপোর দাম সামান্য বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৫৩০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৮৫ হাজার ৩০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম বেড়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours