সকাল থেকেই ভিড় ছিল রাস্তাঘাটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী রোড-শো শুরু করতেই চারিদিক থেকে পুষ্পবৃষ্টি হয়।


 'পরিবর্তনের হাওয়া বইছে', পুরীতে প্রধানমন্ত্রী মোদীর 
রোড-শোয়ে জনসমুদ্র
পুরীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


গলির মোড় থেকে বড় রাস্তা। চতুর্দিকে থিকথিকে ভিড়। পা রাখার জায়গা নেই জগন্নাথ ধামে। নাহ, রথযাত্রা নয়, পুরীতে জনজোয়ার নামল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড-শোতে। সোমবার ওড়িশার পুরীর মন্দিরের সামনেই গ্রান্ড রোড ধরে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সকাল থেকেই ভিড় ছিল রাস্তাঘাটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী রোড-শো শুরু করতেই চারিদিক থেকে পুষ্পবৃষ্টি হয়। বিজেপি প্রার্থী সম্বিত পাত্র ও বিজেপি বিধায়ক জয়ন্ত সারাঙ্গির হয়ে প্রচার করেন প্রধানমন্ত্রী মোদী। মারচিকোট চক থেকে রোডশো শুরু হয়।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours