কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেট মহলে লোকেশ রাহুল ও সঞ্জীব গোয়েঙ্কার বিতর্ক নিয়ে চর্চা চলছে। রাহুলকে লখনউয়ের শেষ ম্যাচে মাঠে ধমক দিয়েছিলেন সঞ্জীব। যা নিয়ে অনেকেই সরব হয়েছেন। এই পরিস্থিতিতে আগামিকাল লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ রয়েছে। ওই ম্যাচে লখনউয়ের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।

 ৪০০ কোটি লাভ তো করছো, তা হলে... রাহুল-সঞ্জীব বিতর্কে ঘি ঢাললেন সেওয়াগ
৪০০ কোটি লাভ তো করছো, তা হলে... রাহুল-সঞ্জীব বিতর্কে ঘি ঢাললেন সেওয়াগ


ভারতীয় ক্রিকেট মহলে গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে লোকেশ রাহুল (KL Rahul)। তিনি এমন কিছু করেননি যে তাঁকে নিয়ে চর্চা হবে। তা হলে কেন তিনি লাইমলাইটে? কারণ ৮ মে লখনউ সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে হেরেছিল লখনউ। ম্যাচের শেষে ক্যাপ্টেন কেএল রাহুলকে মাঠেই ধমক দিতে দেখা গিয়েছিল এলএসজি মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka)। ক্রিকেট মহল এই নিয়ে সরব হয়েছিল। অনেকেই বলেছিলেন, জাতীয় ক্রিকেটারকে এমন ভাবে অপমান করে ঠিক করেননি সঞ্জীব গোয়েঙ্কা। কিছু দিন আগে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর, দেশের তারকা বোলার মহম্মদ সামি এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন। এ বার দেশের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag) এই প্রসঙ্গে সরব হলেন।


বীরুর মতে, দলের পরিস্থিতি যাই হোক না কেন, টিমের মালিকের উচিত ড্রেসিংরুমে ক্রিকেটারদের সঙ্গে কথা বলার। কিংবা প্রেস কনফারেন্স করার। টিমের মালিকের উচিত ক্রিকেটারদের অনুপ্রাণিত করা। সম্প্রতি ক্রিকবাজে বীরেন্দ্র সেওয়াগ বলেছেন, ‘ড্রেসিংরুমে বা প্রেস কনফারেন্সের সময় টিমের মালিকের উচিত দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলা। তাঁদের অনুপ্রাণিত করা। মালিকের ভূমিকা এমনটাই হওয়া উচিত। কিন্তু মালিক যদি এসে জিজ্ঞাসা করেন, এখানে কী হচ্ছে? সমস্যা কী? যদি তিনি টিম ম্যানেজমেন্টের একজন সদস্যকে ধরে ফেলেন এবং একজন ক্রিকেটার সম্পর্কে প্রশ্ন তুলতে শুরু করেন সেটা ঠিক না। কোচ এবং অধিনায়ক দল চালাচ্ছেন, তাই মালিকদের ক্রিকেটারদের সঙ্গে বিতর্কে না জড়ানোই শ্রেয়। তাঁদের উচিত টিমের ক্রিকেটারদের পাশে থাকা।’

দেশের প্রাক্তন তারকা একইসঙ্গে ব্যবসার কথাও টেনে এনেছেন। তিনি বলেন, ‘এই সব ব্যবসায়ীরা বোঝে শুধু লাভ আর ক্ষতি। কিন্তু এখানে তো তাঁর কোনও ক্ষতিও হয়নি। তা হলে কী নিয়ে এত ক্ষুব্ধ? আপনি ৪০০ কোটি টাকা আয় করছেন। এটা এমন ব্যবসা, যেখানে আপনার নিজের কিছুই করার নেই। এখানে কাজ করার জন্য তো অন্যরা আছে। ফলে যা-ই ঘটুক না কেন, আপনার তো লাভ হচ্ছে।’


একজন মালিকের ঠিক কী করা উচিত? এই প্রসঙ্গে বীরু বলেন, ‘আপনার কাজ ক্রিকেটারদের উদ্দীপিত করা। যে ঘটনাটা ঘটেছে, তাতে এই ক্রিকেটার চলে যেতে চাইলে তো নেওয়ার জন্য আরও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি আছে। আর আপনি যদি একজন ক্রিকেটারকে হারিয়ে ফেলেন, আপনার জেতার সুযোগ তো শূন্য।’


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours