চলতি আইপিএলে এখনও অবধি ১১টি ম্যাচ খেলেছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। তাতে তিনি করেছেন ৪৩১ রান। রয়েছে তিনটি হাফসেঞ্চুরি। এই আইপিএল মরসুমে তাঁর সর্বাধিক রান ৮২।


ও তো টেস্ট প্লেয়ার, সাদা বলে খেলতে পারবে না... কখন এ কথা শুনতে হয়েছিল রাহুলকে?
ও তো টেস্ট প্লেয়ার, সাদা বলে খেলতে পারবে না... কখন এ কথা শুনতে হয়েছিল রাহুলকে?


কলকাতা: যা দেখা যায়, তা নিয়ে আলোচনা হয়। এ কথার দ্বিমত নেই। কিন্তু এক এক সময় জোর করে কারও দৃষ্টিভঙ্গি অন্যের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। এক সময় ভারতের উইকেটকিপার-ব্যাটার লোকেশ রাহুলকে শুনতে হয়েছিল, তিনি তো টেস্ট ম্যাচ প্লেয়ার, ওডিআই বা টি-২০ আবার কী খেলবেন। এমন তকমা রাহুল চাননি। ঠিক করেছিলেন, গা থেকে ঝেড়ে ফেলবেন এই টেস্ট প্লেয়ার তকমা। পরিশ্রম, অধ্যাবসায় ও মনের বলের সাহায্যে রাহুল তা করে দেখিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বুধ-রাতের আইপিএল ম্যাচের আগে ‘ক্যাপ্টেন স্পিক’ স্পেশাল অনুষ্ঠানে এই গল্প শুনিয়েছেন রাহুল।


২০১৩ সালে লোকেশ রাহুলের আইপিএল অভিষেক হয়েছিল। তিনি এখনও অবধি ৪টি আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন। তিনি বলেন, ‘আমার খেলার শুরুর দিকে ছয় মেরেও অবাক লাগত। কারণ আমি একটা সময় টি-২০ ও ওডিআইতে শক্তিশালী ছিলাম না।’ প্রথম দিকে মিডল অর্ডার ব্যাটার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রাহুল। পর তিনি উইকেট-কিপিং করা শুরু করেন। এরপর ধীরে ধীরে টেস্ট ম্যাচ প্লেয়ার তকমা ঘোচানোর জন্য বড় ছক্কা মারা রপ্ত করেন।


রাহুল জানান, এক সময় টেস্ট প্লেয়ার তকমা তাঁকে খুব কষ্ট দিত। ঠিক করেছিলেন এই তকমা ঝেড়ে ফেলবেন। এই প্রসঙ্গে লখনউ সুপার জায়ান্টসের বর্তমান অধিনায়ক রাহুল বলেন, ‘সেই সময় আমার গায়ে যেন একটা ট্যাগ লেগে গিয়েছিল যে, এ তো টেস্ট ম্যাচ ক্রিকেটার। এ কখনও ওয়ান ডে বা টি-টোয়েন্টিতে খেলতে পারবে না। এর মধ্যে অতটা দক্ষতা নেই। এই স্তরটা থেকে বেরোতে আমার অনেকটাই সময় লেগেছিল। আমার ক্রিকেট খেলা সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদল করানোর জন্যও অনেকটা সময় লেগেছিল।’

কোন পথে সাফল্যের স্বাদ পেয়েছেন রাহুল? তিনি বলেন, ‘২০১৬ আইপিএলে আরসিবির হয়ে আমি ভালো খেলেছিলাম। তারপর মানুষ কেএল রাহুলকে ওয়ান ডে ও টি-২০ প্লেয়ার হিসেবেও দেখতে শুরু করেছিল। দিনের পর দিন, বছরের পর বছর নিজের খেলার উন্নতি করে, কঠোর পরিশ্রম করে আমি ভালো খেলতে পেরেছি, স্পটলাইটে আসতে পেরেছি।’


চলতি আইপিএলে এখনও অবধি ১১টি ম্যাচ খেলেছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। তাতে তিনি করেছেন ৪৩১ রান। রয়েছে তিনটি হাফসেঞ্চুরি। এই আইপিএল মরসুমে তাঁর সর্বাধিক রান ৮২।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours