নির্বাচন কমিশন জানিয়েছে, বিক্ষিপ্ত ঘটনা ছাড়া প্রতি দফায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। তবে নির্বাচন কমিশনের তথ্য বলছে, প্রথম পাঁচ দফায় বাংলার যে ২৫টি কেন্দ্রে ভোট হয়েছে, সেখানে উনিশের লোকসভা নির্বাচনের চেয়ে ভোটের হার কম।

পড়ছে কম ভোট, হঠাৎ কী হল বাংলার মানুষের?
কী বলছে রাজনৈতিক দলগুলি?

 এপ্রিলের মাঝামাঝি প্রথম দফা। আর সপ্তম দফার ভোট ১ জুন। সাত দফার ভোট চলছে প্রায় দেড় মাস ধরে। এপ্রিলের মাঝামাঝি তীব্র গরমে ভোটের শুরু। আর শেষ দফার ভোটের আগে ঘূর্ণিঝড় রেমালের দাপটে গরম কিছুটা কমেছে। গরমের ওঠানামার সঙ্গে ভোটের চিত্রের কি ওঠানামা দেখা গিয়েছে প্রথম ছয় দফায়? প্রথম পাঁচ দফার ভোটের হার প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই তথ্য বলছে, বাংলায় ২০১৯ সালের লোকসভা নির্বাচনের চেয়ে ২০২৪ সালের নির্বাচনে প্রতি কেন্দ্রে ভোটের হার কমেছে। ভোটের হার কমার কারণ কী? কী বলছে রাজনৈতিক দলগুলি? কী বলছেন বিশেষজ্ঞরা?


চব্বিশের লোকসভা নির্বাচনে ছাপ্পা, রিগিংয়ের অভিযোগ অন্যান্যবারের চেয়ে কম। নির্বাচন কমিশন জানিয়েছে, বিক্ষিপ্ত ঘটনা ছাড়া প্রতি দফায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। তবে নির্বাচন কমিশনের তথ্য বলছে, প্রথম পাঁচ দফায় বাংলার যে ২৫টি কেন্দ্রে ভোট হয়েছে, সেখানে উনিশের লোকসভা নির্বাচনের চেয়ে ভোটের হার কম।

ভোটের হার কম হওয়ার কারণ নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, “অনেক পরিযায়ী শ্রমিক এবার বাড়ি আসতে পারেননি। দ্বিতীয়ত, নির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেক জল মেশায়, এবার সেটা করতে পারেনি। আবার কিছু মানুষ হয়তো মনে মনে বিজেপি বিরোধী, কিন্তু, তৃণমূলকে তাঁরা ভোট দেবেন না বলে ভোটকেন্দ্রে যাননি। আর মানুষ জানে নির্বাচনের ফলাফল কী হবে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours